°°°°°°°°°°°°°°°°°°°°°°°
যুগ পেরিয়ে যাক; ক্ষতি কোথায় বলি,
কৈফিয়ত কাকে কেন আমিই পাচক!
কালের বন্ধনে হবে অতিশয় গুরুপাক
- কিছু খেয়ো ফেলে দিয়ো ততোধিক |
দগদগে ক্ষতে দিতে; রগরগে মলম,
সোনার কলমে পেষা এই রন্ধনশৈলী!
কালামের গুণাগুণ মিশিয়ে ডানেবামে,
পাকসাফ করে নিয়ো বালামের নাপাক
- না চেখেই বলে দিয়ো আলবত ঠিক ||
হামানদিস্তা বাদ; জাঁতাকল বাজখাঁই,
আপাততঃ কেঁচো স্বাদ বরবাদ নেচো!
বারপদী খানা হবে দমবার জোঁ নেই
- মুগুরপেটা করে থেঁতলিয়ে কচিপাঁঠা |
গোঁ ধরা বুজরুকি; টুঁশব্দ সাহস কার,
মুগডাল ঝোল রাঁধা ছোলা মাসকলাই,
ডুবোতেলে ভেজে নিয়ে আছোলা ছাগ!
দলাই-মলাই হলে কষিয়ে বিরাগ
- খাস্তা রুটির থালে সস্তা পারাটা চাটা ||
নীচে হোক পিছে হোক নেমে যেতে,
নামি চলো একসাথে কমদামি স্নানে!
তারপর ঘ্রাণ টেনে ভোজনের খানদানে
- পর পর ভাতঘুমে গরগর গোঙানি |
হুজুগের ডালপালা বেড়ে গেলে আড়ে,
সুযোগের ছালচাম তুলে নিতে হবে!
ওজনের মান টান সুজনের গান ছেড়ে,
কেটেছেটে শিল্পের কল্পের কল্লা
- অল্পের কৌশলে বড়ো চোখ রাঙানি ||
____________________
°°°°°°°°°°°°°©আগুন নদী©°°°°°°°°°°°°°