________________
...... এবং সজ্জিত লজ্জার ধুম,
বহুরূপী ক্যানভাসে ধুতুরার ফুল ফুটলে
জলরঙা ছবিতে ভাসে মাছরাঙা ঠোঁট!
অকপট স্বীকারোক্তি উচিত ভুলে,
খচিত পুত্তলী হাসে অনুচিত কচিমুখে!
একদল কপটের সাথে গলা মিলিয়ে
- দুদণ্ড সিংহাসন চেপে বসে মজ্জার ঘুম |
বাসনা অবমুক্তির আঁতুড়ঘরে,
লেপ্টে থাকে অদমিত কান্নার গ্লানি!
মতের খণ্ডযুদ্ধে অখণ্ড অভিমতের উৎসব
প্রণীত প্রপঞ্চে প্রবেশ করে বিসুখ!
অসূচীত অভিনয়ে আনীত চরিত্রবধ হলে,
দুর্বিনীত মঞ্চে পতঙ বিহঙ্গ লাশ
- জোনাকিরা মরে যায় জোছনার ঘরে |
স্বচ্ছ কাঁচের দেহে অদৃশ্য অস্বচ্ছ শ্লোক,
অনভিপ্রেত যুক্তির সর্বনামী সহমতে
কণ্ঠভোটে জিতে যায় স্বরচিত অসুখ!
ষড়ঋতু প্রশাখায় ষোড়শরিপু পাখা মেলে
তন্তুকীটের সুখ কাড়ে জন্তুর দাঁত!
হারিয়ে গেলে বিরচিত শাখা উপশাখা
- ছুঁয়ে ফেলা ধন্দে মুক্তির আনন্দলোক |
ক্রীড়ারত সংলাপের বিজয়োৎসব;
বহুপাক্ষিক ব্রীড়ার মাথামুণ্ডু খেয়ে,
প্রলাপরত আত্মবিলাপ ক্রমশ গাঢ় হলে
একপাক্ষিক মেঘের ক্ষণিক বর্ষণ!
আবশ্যক কর্ষণ ভেবে বিনষ্ট জুমখেত,
পোষ্য আপোষের নস্যি ঘর্ষণের বেগে
- প্রসব হতেই থাকে অনাবশ্যক শব ||
--==<>© আগুন নদী ©<>==--