তবে তা-ই হোক তাই.......
অন্য আলোর ফাঁদে দ্বিধার ভিন্নলোক!
মাত্রিক বিভাজন শেষে যাত্রিক ঠাঁই,
যোজন ফারাক বাঁধে যোজনার গুঞ্জন!
ছুঁড়ে দিয়ে অনুভব স্বকীয় স্বনন;
এভাবেই ছড়িয়ে যাক বর্ণালী অসুখ,
সুখের দ্বিগুণ দামে কেনা কালো দুখ
- গড়া হোক অলোকের বিশুষ্ক শখ!
অলৌকিক আয়োজনে লৌকিক মনন ||
চৌচির গলিপথে থেমে যাও এসে;
একাধারে ছিঁড়ে ফেলে নুপুরের নিক্কণ,
ঢেলে দিয়ে হেসে হেসে গলিত শপথ
অবশেষ খুঁজে নাও বিগলিত গতিপথ!
বিপন্ন অভাজন ধরো চলতি ধারা
মনোবীর ধ্যানক্ষীর হতে চাও যারা
এসো হে বিশেষ দল অশেষ আবেগবান
তোমাদের জন্য খুব যত্নে রেখেছি চারা
রুয়ে দাও স্বঘোষিত প্রেম আত্মহারা ||
কেটে ফেলো মহীরুহ প্রযত্নের বীথি;
একযোগে বসে যাও দুপুরের রাজপথে
তপ্ত কঙ্কর খুঁড়ে কঙ্কাল হাঁটু মুড়ে
সারি সারি বয়ে দাও উত্তপ্ত ফোয়ারা
ঘুমের ইতিহাসে স্বাক্ষী প্রমাণ
ভারি ভারি কলঙ্কের তিনমাথা জুড়ে
রাশভারি শুয়ে থাকো মেকুরের মতো
সহযোগে জেগে ওঠে কাকপক্ষী ক্ষীণ
গেয়ে দিও সুযোগের দুয়ো জারিগান ||
____________________
_______আগুন নদী_______