∞∞∞∞∞∞∞✪✪✪✪∞∞∞∞∞∞∞
শরত সেতো কবেই চলে গেছে;
কাঠগোলাপের পাতায় ক্রমে মলিন জমে
একলা একা কেঁদে মরে,আশ্বিনি প্রহর
-বিরহ বিষাদ হায়!তেমন কিছু নয়
আবেগরেনুর কয়েককণা মাখতে চেয়ে
লোভের ময়ূর লাফিয়ে ওঠে নেচে।
সাদা মেঘের সোপান বেয়ে বেয়ে
-একফোঁটাও শিশির ঝরে না!
বৃথাই তখন খুঁজতে চাওয়া সুখের নহর
হাজার স্মৃতির বুকে,প্রীতির আগুন জ্বলে।
ঘাসফড়িঙের সরল প্রেমের কথা
কানভরে কেউ শোনেনি তো আর;
হৃদয়হনন করলো শুধু অতিথি বাতাস
-তারপরে সব অগোছালো দিন!
ওমবিহীনা সময় ফুঁড়ে করুণ কবিতা
গভীর হতে হতে নিবিড় দীর্ঘশ্বাস!
ওরে ও মধুর শীতের সময়-
কী পেয়েছিস তবে;নিদয় ভ্রমণ শেষে
হেঁসেছিলি শ্যামলা মেয়ের ঠোঁটে!
-ছুঁয়েছিলি কবে ঘাসফুলেদের কুঁড়ি।
∞∞∞∞∞∞∞∞∞©©©∞∞∞∞∞∞∞∞