........
এখনো শিশিরে চুমু দূর্বার গালে,
কোকিল যে এসে গেলে -
পূবের ও-ই নিমের ডালে,
বসন্ত আসার আগে মিহি শীতকালে!
আসেনি সুশান্ত ভাষা
- মধুবতী ভালোবাসা,
প্রেমমতি জমিনের কমনীয় চাষা!
কুহু কুউহু কুউহু গেয়ে -
গ্রহণের চাঁদরাত বেয়ে
- সুমতি সুরেলা ঠোঁট চেনা ভালবাসা |
অসময়ে একি সুসময়ী গীত গেয়ে,
কী যে বলে গেছ সুরে -
আবারও কি আসবে ঘুরে,
সংগতি সংহতি আসমানী শিস নিয়ে!
নিশ্চয়ই যাওনি চলে
- বেসুরো এ ভুবন ফেলে,
বসন্ত আসুক তবে জড়শীত ঘুম ভুলে!
অসুরের গলা ছিঁড়ে নাও -
অসুখের দ্বার তুলে দাও
- প্রশান্ত হাসুক ভবে অদমিত কূলে |
আমার উঠোন হতে যেওনা হে ফিরে,
নীড় বাঁধো বিজন এই তীরে -
সুর সাধো প্রগাঢ়তা ঘিরে,
কৃষ্ণকলি সুজন তব কুন্তলা শরীরে
বার-বার এইখানে এসে
- বহুবার বসো ভালোবেসে,
আশেপাশে কুমানুষে দিশা বলে যেও!
প্রেমগীতি শেখানোর পরে -
অতিগতি রীতিনীতি মেরে
- পৃথিবী প্রণয় সুরে মিঠে গান গেয়ো ||
____________________
........==© আগুন নদী © ==........