========[[[[<>

রামের ঘরে কবে জন্মেছে রহিম,
আল্লাওয়ালা করিমের ঘরে ভীম ঘনশ্যাম!
ধীরেন মশাই জিকির ধরে ইল্লা ফিকির;
ফুঁসছে তাতেই কোথাও কেউ,
বলছে এসব জাতমারাদের জবর কাম!
   খবরগুলো বলছে আমায় ধীবর বীরেন;
শুনেছি কানে, বলিনি বন্ধু এবার থাম!
ভবের নদীতে গুনেছি খোয়াব সিন্ধুজল  
- স্বভাবলাফের ভাবে নব্য ছো'য়াব ঢেউ |

     জেনেছি সে-ই অনেক আগে;
হারানবাবুর প্রাণের শালি সলমাজরিন,
পরাণ ছেঁড়া জোড়াতালি উভয়পক্ষ সুখে!
গোস্বামীতে হয়েছে সখ্য পাক্কা স্বামীদেব;
নরেন খুড়োর নাতি তাই-ই হারুন হলো,
    - অষ্টপ্রহর উজাড় করে ষষ্ঠরাগে,
    কাঁপছে ভীষণ জঁপছে জাতির ইষ্টনামে!
মহাদেবের পুত্রটি তো হবার কথা 'সহদেব'  
- হয়নি কারণ মুসলমান যে মাতা মেহরিন |

সাম্প্রদায়িক দাঙ্গা হবে থাকনা বলাবলি;
শুনতে খারাপ মানতে গিয়ে কষ্ট নাড়া,
জানতে চেয়ে ভান্তে বাবা মোল্লা সাধু পীর!
যতই ডাকে যাই না আমি;উল্টো বলি,
বীরেন ধীরেন হারুন ওরা ধরুন হতচ্ছাড়া!
- সাম্প্রতিকের খবরটবর রাখেন নাকি,
রাস'মেলাতে বাঁশেরলড়াই ফাটাখুলি কার!
কারা ওরা কিয়াং পাড়ার বউ এনেছে তুলি
-মসজিদের ঠিক সামনে কারা করছে নেশা |

আসল খবর হড়বড়িয়ে বেরিয়ে আসে;
নকল কবর ধকল শ্মশান বিকল পিরিতি,
একে একে ওরাই বলে চলতি বাজারগীতি!
শহর ছিনাল এসে কবে জমিয়ে দিছে ক্ষীর,
মৃণাল কাকুর গলায় ফেঁসে বেজাত 'কলি'
- ধর্ম ছেড়ে মর্মমিলন বর্ম পরে;
রিমির পেটে সিমির মামার চর্ম সদ্যজাত,
মিমির স্বামী চামার, নবজাতক সম্প্রীতি!
গলির মুখের অলি ভাইয়ের স্বজাতি বোন
- স্যানাল বাবুর পোলাপানের বিজাতি মা ||

------===©আগুন নদী©===-------