✒️........

ঝরাপাতা ঝরলে আনমনা ক্ষণে;
কোথাও 'বিরল মায়া' করেনি যতন
'মহান মৌনতা' ভেঙে
রক্তিম পতঙ্গগন্ধ ভাসে;
'কিশোরীকলহ' বিঁধে সূঁচের মতন!
অভিযোগে নীল হয় সুনীল |

নীরবতার অলসরাজ্য কেঁপে ওঠে,
'সু-মহান আলো' পথে ধূলিঝড় কণা!
'দয়ালু বাতাস' উড়ে
'দরদী কৃপায়' হাসে অতৃপ্ত তিয়াস!
'নিঠুর রসনা' জুড়ে
ফিসফাস বাড়ে দিকে দিকে ||

সরল স্বীকারোক্তি দেয়;
'সত্যবান সাগর' 'স্রোতোবতী নদী'
'স্বপ্নবাজ বৃষ্টি' এবং 'চিরযুবা পাখি'
প্রশ্নাতীত জিতে যায়!
আদি অন্তের হাস্যোজ্জ্বল সেতু -
একমাত্র ওই 'উদার আকাশ' |

সাক্ষী শুনানিতে আসে; মাননীয় দল
'নরম মাছ' 'পরম চাঁদ' 'গরম সূর্য'
'পরোপকারী গাছ' উপকারী ফুল-ফল
'বেগবতী জোয়ার' 'ছন্নছাড়া ভাটা'
মধুময় মায়াবতী অনেকের সাথে
একরাশ 'অমরাবতী জোছনা' ||


🖊️... @ আগুন নদী ©... 🖊️
----- প্রকাশিত ২০০৯  -----