♦......

বড়দিনের শুভেচ্ছা পাচ্ছি রোজ;
শান্তির বার্তা জমে ডিসেম্বরের পাতায়,
আন্তঃসম্পর্কের খুশির পারদ উর্ধ্বমুখী
- সারা মাস জুড়েই আনন্দ উৎসব!
ঐতিহ্যের দেয়ালে চলমান গ্রাফিতি,
  নতুন রঙের আল্পনা কারুকাজ,
লাতিন হরফে আঁকা পঞ্জিকা পল্লব,  
আলোকিত নগরীতে আদিগন্ত আলো
- লাল সাদা ঢেউ দেখে আমিও সুখী |

ভেদাভেদ ভুলে যাওয়া গান চলে;
হৃদয়ের কলুষতা ঝরে ঝরে পড়ে,
অনুভব জুড়ে থাকে আশাবাদী ভালো
- যিশু সেজে,শিশু বুড়ো দলে দলে!
মিশে যাওয়া এক সুরে সাদা কালো,
   আহা! এই যদি চিরদিন হতো
পূণ্য বারতা নিয়ে ধন্য পৃথিবী গড়ে,
এইসব সরলতা সহজিয়া প্রাণসুখে
- যাপনের বহুদিন পার করা যেতো |

আমাকে যেতে হয় ফুলের শহর,
কখনো নদীতীরে সভ্যতার ভিন কুলে
- কোথাও সংস্কৃতিপীঠ সাহিত্য নগর,
খেয়ালি রাজার প্রাসাদ;ভগ্ন ধ্বংসস্তুপে
পথ পাড়ি দিতে গিয়ে নাগরিক বহর
- তখনো হৃদয়মূলে জাগ্রত ডিসেম্বর!
দেখি কিছু নাক উঁচু ধোপসাদা বিড়াল
- পথে পথে রঙখেলা সঙ সাজা ছলে,
থোঁতামুখে কাতরায় মিশকালো হুলো ||

__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..|||