♥ ...... [আবৃত্তির জন্য মনোনীত]


বৃক্ষদেবীর ক্ষমতা ফুরিয়ে গেলে
'এক কবি এক বাগান' পুরনো নীতি
- কমজোরি প্রতিপাদ্য ধূলিসাৎ!  
নব্য কারিগরদের দৌরাত্ম্যে বাড়ে,
নান্দনিক আঁতুড়ঘরে নাড়ীকাটা উৎসব!
   আধুনিক আতপত্র মাথায় দিয়েও
   খরতাপে পুড়ে যায় গড়েরমাঠ!
দাবানল শুরু হলে কাব্যদেবী মাতে
- ষড়ঋতু ছন্দে মিশে ষোড়শ আবেশ |

গেরস্ত বোষ্টমী সমস্ত হাতে ওঠে,
বন উজাড় করে তৈরি বেহালা বেসুন!
   খঞ্জনি করতালের অকথ্য সামন্তে
   কুঠুরির কোণে হয় অপত্য প্রসব!
নস্যাৎ করে দেয় ওরা সবুজ বেষ্টনী;
চিত্রা হরিণের যে অভয়ারণ্য,
মাংসল মহিষ সাথে মায়াবী মায়ামৃগ!
যথেচ্ছ ছিঁড়ে খায় কোন অকারণ্য  
- মাংসাশী পশু দলের অবাধ প্রবেশ |

স্বেচ্ছাচারিতার লাগাম টানতেই;
বিশ্ব অধিপতির সিদ্ধান্ত ঘোষিত হয়!
   নতুন রীতির নজরানা নির্ধারণ
   'সজীব পৃথিবী আগে গড়ো'
প্রথমে রোপিত হোক একটি বীজ;
বৃক্ষশিশুর গায়ে গজালে চতুর্থ পাতা,  
অনুমতি পাবে লিখতে কবিতা!
মহীরুহ হলে এ বিটপী চারাগাছ
- নামের সাথে লিখতে পারবে কবি |

পদকপর্ব পদবীপূজার গর্ব ছাড়ো;
এযাবৎ কালের লিখিত যতো কথা,  
শেষপত্র জমা দাও বোধিবৃক্ষ তলে!
পৃথিবীর তাবত কবিলেখকের জোট
- এক লাইনে দাঁড়িয়ে যাও,  
মহাকাল সাক্ষী রেখে নবশপথ হবে!
দুইমেরু এক হোক বরফ গলে,
প্রাণের জগতে ছায়াবীথি স্বাধীনতা
- এঁকে দিতে সবুজের কাব্যিক ছবি ||
___________________
||..||||||...|||||...© ||||||||||...|||||||||||....|||||
===================