..........................................
-<<>>==[[|||[♠]|||]]==<<>>-
::::::::::::::::::::::::::::::::::::::
রক্তের প্লাবন ভরা-
আদিম আঁধার ওহে:নষ্ট চেতনার দাহ
ধূসর বুকেতে তোর ঊষর মিনার!
জলো অববাহিকাতে;কষ্ট রুধির প্রবাহ
গরল অবচেতন ধরা-
ধ্বংসলীলাময় ওরে;স্বাভাবিক হেসে ওঠ।
প্রশান্ত সরল ঢেলে-
প্রবল বিনাশ থামা; নিঠুর পামর দল
সবুজ স্নিগ্ধতা মেরে! পৈশাচ উল্লাস!
কোলাহলে মিশে যাক তীব্রতর হলাহল
মনের বর্তিকা জ্বেলে-
শুদ্ধপাঠে শিখে রাখ;রক্তবীজের নিধন।
আত্মঘাতী হলে হোক -
শোধরাতে হবে ওই,স্বভাবের বদ গতি
কালের ভাঙ্গা দেয়ালে লিখিত কলঙ্ক!
এইবার মুছে দিস;মন্দ প্রভাবের যতি
মর্মঘাতী কালো শোক -
নাহয় নিজের ঘাতে,প্রাণঘাতী হয়ে মর।
.............................................
-<<>>==[[|||[©]|||]]==<<>>-
::::::::::::::::::::::::::::::::::::::::