.           -ভিন্নধারা ২(৩১)-        .
---==<><[[|||[[♣]]|||]]><>==---


কেওড়া বনের জলে;মায়াবী মৃগের ছায়া
সেইখানে একদিন ঘুরে এসো তবে
      জলময় সুখী ওই নিঝুম আবাস
      বিজন বনভূমির বাহিত সুবাস
সাগর নদীর কাছে;আহা অপরূপ মায়া
পাখিদের কথাবলা মেখো অনুভবে।


বনভূমি হেঁটে গেলে;সাগর ডাকতে পারে
তুমি আর পিছু ফিরে দেখবে কেমন!
    সুসারিত সবুজের হাতছানি পাবে
    প্রসারিত হাতখানি রেখো অনুভাবে
মনোভূমি ভরে গেলে;আবার চাইবে তারে
অবারিত প্রেমবতী বিলাবে যেমন।


পড়িমরি তাড়াতাড়ি;একেবারে ভালো নয়
ধীরগতি ঘুরেফিরে দেখো অবদান
    অধিগত হতে পারো বনানীর কাছে
    অভিভূত মন রেখো মননের ধাঁচে!
মরিমরি!বাড়াবাড়ি; প্রকৃতি ঐশ্বর্যময়
অপ্রমেয় অবদাতে, রেখো অবধান।


ওইখানে শ্বাসমূলে;বাধা পেলে ভুলে যেয়ো
জীবনের পথেঘাটে যতো ছিলো ঘাত!
      মনোময় মনোমদ সব ঝেড়ে ফেলে
      মনোরথে মনোযোগ জানিয়ো কুশলে
মোহিনী হরিণী এলে;মন খুলে গান গেয়ো
- মনোহত বেদনার মুছিয়ো আঘাত।


--=©=<><[[|||[[©]]|||]]><>=©=--