মাননীয় 'সুবোধ'
আপনি পালিয়ে গেছেন তো কী হয়েছে!
আমরা রীতিমতো পালিয়ে বেড়াই,
জননীয় 'অবোধ' গণের রুষ্ট আচরণে-
মোটেও অতিষ্ঠ নই!
অভ্যস্ত হয়ে যাচ্ছি; অপদস্ত স্বাধীনতায়!
সাব্যস্ত করার মতো একটা পরিচয় নেই;
রাষ্ট্র কিংবা সমাজের দোষ কোথায়?
ধৃষ্টতা হবে ভ্রষ্টতা ভরা দ্রোহে!
ভাস্কর্যের নীচে মৌন মিছিলের সাথীদের সংগ্রামমুখর হতে নেই!
আমরা কাঁচামাল নই,নষ্ট পচা ভয়হীন।
আগুনঝরা দিনের ভাষণ অন্য কারোর জন্য!
'অনুচিত' দলের সদস্য হিসেবে;
কষ্ট পেলেই তবে মিষ্টি হবো অধীনতায়,
চিৎপাত হয়ে শুয়ে পড়বো দেশপ্রেমের আদর্শ বারান্দায়!
এবার একটা আদুরে নাম রেখে দিন,
নাটাই সুতো, গুলি গুলতি, যেনতেন যাই হোক
- গলায় ঝুলিয়ে রাখি তিনকাল!
আঠারো মাসের বছর, নরোম ওই গদিতেই থাকুক!
একাদশীর রাতে প্রদোষ গুনে যাবো,
বিচ্ছিন্ন আমাদের,অন্ততপক্ষে চিহ্নিত হওয়া উচিত,
- নিরবচ্ছিন্ন ভাতের ক্ষুধা নির্দোষ থাক!
আমরা অন্ন চাই আনন্দের পরাধীনতায় ||

♠♠

সম্মানিত 'সুধীজন'
আপনারা কোথায় কেমন আছেন?
নির্বাসন নাকি পুনর্বাসনে!
বেসরকারি নাকি সরকারি!
সুদী মহাজনদের আগ্রাসন মেনে নিতে শুরু করেছি,
হয়রানি বলবেন না, মেহেরবানি বলুন।
আগের ঠিকানায় একইরকম আছি,
দেখা নাহোক, লেখাটেখা কিছু পাঠাতে পারেন -
'মানপত্র' মনে করে মুখস্থ করে নিতাম!
ঐশীবাণীর মতো বক্তৃতার বদলে রোশনাই কবিতা লিখুন,  
চত্বরে দাঁড়িয়ে গলা ফুলিয়ে আবৃত্তি করে দিবো কলাবতী কাব্য!
রাজনীতি,অর্থনীতি অন্যান্য 'বিদ' যুক্ত
সম্মিলিত বোয়ালদের কিচ্ছুটি বলার দরকার নেই!
তাদের খেয়াল খেলায় চুনোপুঁটির দেয়াল দেবো কোন দুঃখে?
'শুদি' 'বদি' উভয় পক্ষে আরামসে নিরামিষ তরকারি!
বাজার গরম হবেই দাম দর চরমে,
পরম যত্নে কচুঘেঁচু অথবা 'শুঁদি' সালুন খাবো।
শরমহীন বেঁচে যাওয়া নাম, থুড়ি,
বেচা যাওয়া কাম ছাড়া,
আর কী সাহস খুব বেশি দরকারি ||

__________
© আগুন নদী ©
গণআন্দোলন মঞ্চ
(পূর্ব প্রকাশিত)