♦.......
এ কী আশ্চর্য দেখছি আজকাল!
রাষ্ট্রের সীমানায় দাঁড়িয়ে কিছু দ্রোহী;
ভুল বানানে উচ্চারিত কাঁপন,
শীর্ণ গলায় ঝুলিয়ে রাখা বিজ্ঞাপন -
'রাষ্ট্রের নাকি অস্তিত্ব সংকট চলছে
- রাষ্ট্রের কী দরকার'!
জোলো অমতের পাতকী খেলো মত!
হতবাক হই কুমতি আহাম্মকি দেখে,
জলজ্যান্ত এক রাষ্ট্রের শরীরে
অথর্ব অসৎ দুই পা রেখে!
ভিক্ষারত দু'হাত পেতে থাকা চাটুকার
- দীপ্ত রাষ্ট্রেরই বুকভরা মাটিরাঙা পথে |
দেশপ্রেমিক চিহ্নবাহী কোনো একজন;
জাতীয় সংগীতের তালে শিঙা বাজালে
- বিরহী সুর তোলে আরো কিছু গাড়ল!
অদ্ভুত চেলি পরে নাকিসুরো কয়েকজন
বাকিরা বাজায় বিদেশি চেলো!
সস্তা হাততালি পেতে নতুন পথ হয়তো;
চলতিপথে অযাচিত ধূলো উড়বেই,
ঝাড়ামোছায় যদি ঝেটিয়ে বিদায় হতো?
উৎসুক পথচারী দু'একজন থামলেও
একবার তাকিয়ে ভ্রু কুঁচকে চলে যায়!
ভ্রুক্ষেপহীন কেউ অবশ্য বলে দেয়
- ওরা বিদ্রোহী নয়, স্ব দ্রোহী উন্মাদ |
কোন বিদ্যায় পারে এমন অযৌক্তিক;
তেলেজলে গুলিয়ে ফেলা অবান্তর!
হাস্যকর বিদ্রোহী নামে নস্যির উদ্ভব
- ওরা নিশ্চিত কূয়োর ব্যাঙ!
অবিমৃশ্যতায় ডোবা আস্ফালন,
বিকৃত মস্তিষ্ক অথবা বিক্রিত মস্তক!
রাষ্ট্র সে মহাপ্রেম আপামর সকলের
- ভৌগলিক সীমানার নির্দিষ্ট ঘের,
সংজ্ঞার পরিধিতে অসংখ্য অংশগ্রহণ!
চালকের ভূমিকায় নিয়ামক আসে যায়,
বিধিবদ্ধ বিধিহীন মেয়াদি বা জোরে,
- আসনে আসীন রাজনৈতিক সরকার |
গদিতে যে অন্ধকারের মন্দ জোচ্চুরি;
- পালনের অবহেলা লালনের হত্যা,
নাগরিক জনগণে হাসি কান্নায় ভাসে!
দায়িত্ব নাও দেখি সংগ্রামী সোচ্চার,
তর্জনী আছে যার কল্লাটা ধড়ে!
থাকে যদি তাই তুলে উচ্চস্বরে বলো
- কেমন রুখতে পারো দলন পীড়ন,
রাষ্ট্রলেহী নামটিও পারলে ঘুচাও!
রাষ্ট্র যে সবাকার গর্বের এক পরিচয়,
সত্তার মতো আরো এক সুন্দরী সত্য!
অসারবেত্তা মূর্খ হে, পিক ভিক্ষুকে দল
- রাষ্ট্র কখনোই হয় না মানুষের ভৃত্য ||
____________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||..|||
.