. --🔵🔵⬜🔺🔻⬜🔵🔵-- .
শ্বাস টেনেটুনে চলে;প্রতিপদে ভয় পিছু
উদাস নাগরী শুধু জরায় খরায় মরে
সরণি রেখায় ভরা দস্যুর ধনুক ছাপ!
শিশির জমেনা ওই ধূসর জীবন ভূমে
মলিন জোছনাময়,উষর গলির কোলে
প্রান্তিক লোভের ছলে;নাগরিক পথঘাট
নির্জন মাঠের কোণে,ইটচাপা মৃত ঘাস
- মসৃণ সূর্যের তলে মূর্ছিত আকাশনীল!
মাথাচাড়া দিয়ে ওঠে;কাপুরুষ বোধ কিছু
কোনমতে হামাগুড়ি;ব্যর্থ আলোর মিছিল
মিথ্যুক আশার বাণী, মিশকালো অবহাস
মুক্তির সংগীতে হায় বেসুরো বজ্রকপাট!
চাবুকের ঘাত বেড়ে;নিঠুর কৌশল দোলে
ঘর খোঁজা পরজীবী,ঢলে পড়ে কালঘুমে
মাথাউঁচু নিশানের অবনত অপলাপ!
স্লোগানের কাতরানি;সাবেক আঁধার ঘরে
- পুনরায় ঘুরে ফিরে, অসহায় মাথা নীচু!
-🔶🔷🔷⚪⚪⚪©⚪⚪⚪🔷🔷🔶-