♥
পূবের দেশে এসেছিলাম
তখন সময় নিদারুণ
নীরব ভেতরবাড়ি দুয়ার খোলেনি
অবুঝ মনে হেসেছিলাম
অতীত কেমন নিকরুণ
আনাড়ি মনের মোহে শোভন মেলেনি |
তোমায় দেখার অভিলাষে
বাধক নিখুঁত অন্তরণ
উল্টো স্রোতে বেভুল বেহুঁশ ছিলাম
মোহনিয়া সুর বিভাসে
শুদ্ধ স্নানের সন্তরণ
ভুলের ব্রতে উপোষ রয়েই গেলাম |
দিশাহারা পথহারা জন
নিরলে তোমার উপহার
ভাবতে গিয়ে অবাক ক্ষিপ্ত অচেতন
তুমিই সেরা সত্য স্বজন
তৃষিতের তৃপ্তি উপাহার
তোমার আলোক পেয়ে দীপ্ত নিকেতন ||
♥ ....... © ........