পূবের দেশে থাকি এখন
     তোমার আগের ঠিকানায়
তুমি ছিলে অবহিত আমি বেখেয়াল
      'হানামি' দিন আসে যখন
        উৎসবের ক্ষণ ঘনায়
একলা আমার মনে বিমূর্ত দেয়াল |

      আসবেনা আর ফিরে জানি
        সাকুরাতে জমে বিস্মরণ  
দেখবো কেমন করে প্রিয় হাসিমুখ
        দখিন হাওয়া কানাকানি
          বইবে সুবাস বিস্ফুরণ
চেরি ফোটা বাতায়নে পলাতকা সুখ |

      তোমার দেখা পেতাম যদি
       অসময়ে ফুটতো কোরক
গন্ধ ঘ্রাণে প্রস্ফুটিত সার্থকতা পেতো
    আড়াল থেকে আজ অবধি
      বিলিয়েছ হাজার স্মারক
  যতন যোগ্য রতন; ওহে ব্যবহিত | |



   ♥  মূল নাম: অবহিত ওহে ব্যবহিত
                 .......... ©...........