------========✪✪<<>
রূপসী তিতাসের জলে পড়েছে দীঘল ছায়া
সেখানে ডুবেছে কতো প্রেমের সকাল!
নিমিষে উবে গেছে নরোম শরতের রোদ
সময়ের ঘুমঘরে জমেছে যে হিমকণা
অনেক দূরের পথে -
আমি যেনো শুনেছি সেই শীতল দীর্ঘশ্বাস
প্রতিকূলে দুলে যতো মরেছে ডাগর মায়া
কাহার প্রণয় ছিলো,আমারই নাকি!
লুট হয়ে গেছে বহু মণিমালা সোনা
কোন সে অবোধ হায়!নিয়েছে কঠিন শোধ।
ইরাবতী তীর ছেড়ে সিন্ধুর কোলে ঠাঁই
একে একে সব ভুলে;চলে আসি ফিরে
হৃদয়ের সব কোণে ভরিয়ে প্রীতির আলো
এবার দেখবো খুঁজে;সরল জলের ভাঁজে
বিষাদের কোন দাগে জড়ানো গভীর
-কেমন লুকিয়ে থাকে গরল পাষাণ!
সহজ আগুনে পুড়ে অভিমানে প্রিয় কেউ
ধীরে ধীরে কোথা যায়,হীরামতি বোধ!
ভালোবাসার নামে তাই;লিখে দিতে চাই
জেনেশুনে গুনে গুনে তিনহাজার চরণ!
মারিনা'র চেয়ে বড়ো এই প্রেমগাঁথা
বিভোর পাঠের এক দীর্ঘ ইতিহাস!
তারপর নীরবে শুধু বাসবো ভালো-
মেনে নেবো সুখাবহ প্রাণপণ!
নিশ্চিন্ত অনন্তদিন কার্তিকের শিশিরস্নান
ছিঁড়ে ফেলে দাসখত;নীলচাষী কিষাণ
নিজের জমিতে লাগাবো,শুদ্ধবীজ চারা
-দেখবো হেমন্তের বুকে সোনারঙা ঢেউ।
-----======©©=====<<>