♥ .......
মান ভূমির কিনারায় দাঁড়িয়ে যখন;
প্রণয়ী আমার টেনে ধরে হাত,
ধীরে গেয়ে ওঠে বিনয়ী প্রাণের গান!
আমি শুধু চেয়ে থাকি বিশ্বাসী চোখে,
বিমূর্ত প্রেমের মূর্ত আঁকে
যেখানে আটকে আছে হৃদয় কস্তুরি,
জমিয়ে রাখা সব শৈল্পিক দিনরাত!
বিনিময়ে পেয়ে যাই অতুল্য সুখ
- সেখানে অমূল্য এই জীবনের টান |
বেলোয়ারি সময়ের সমাধি ছুঁয়ে;
বেরসিক খুনসুটি পেরিয়েছি বলেই,
আমাকে কিনতে লাগে পৃথিবীর দাম!
সাধকের সাধনার ধ্যান মন্তর,
প্রেমিক চিনতে আরো অসাধ্য সাধন!
পুড়িয়ে সন্তাপী তাপ,
মুছেও দিয়েছি সকল ব্যর্থ বেদন!
মোহন করেছি এই দিওয়ানা অন্তর
- ভুলেছি রোদনপ্রেমী আক্ষরিক নাম |
ভালোবাসা জাদু নয় জোছনা অরূপ;
গাঢ় থেকে গাঢ়তর মধুময় বীক্ষণে,
কেটেছে স্বপনের মতো চন্দ্রিমা ক্ষণ!
প্রগাঢ় করেছি যেই উদযাপন,
ঠুনকো মায়াজাল ছিঁড়েছি বিরূপ!
আট ভাঁজ করেছি এক প্রেমের রুমাল,
নিজের দু-চোখ তাতে রেখেছি বেঁধে!
আকাশ শুইয়ে দিয়ে চোখের ভেতর
- যাপন সাজিয়ে তবে হয়েছি আপন ||
===<> ©আগুন নদী © <>===