অনেক গল্পের শেষে;অসময় হেসে ওঠে
অকারণ বিতৃষ্ণায় জাগে আচানক ভীতিকর
তিয়াসার কথা ভুলে পিপাসাকাতর
- তিরতিরে কেঁপে ওঠে শিরশির কাহিনি!
অলীক বন্দরে ভাসে কবিতার কিছু ছবি
মনগড়া মোহনায় কাগজের নৌকো
মাঝেমাঝে পালতোলা হতাশার বীতশোক
ক্ষয়ধরা মনমরা ঘুণধরা কোন পণে
চটুল প্রাণের মতো আনচান উচাটন
- দোদুল নিষ্প্রাণ ক্রমে নিষ্প্রভ আলোক!
বেনিয়ার ঝুলি ভরা উঁকি দেয়া উজবুকি!
ক্ষতি নেই ক্ষতি নেই আহা দোলা দোলা
যতিহীন আরতির সুখলাভ ভেবে
- প্রকাশের বিকাশের সেকি মহামারী!
মালা দেয়া চাটুকার;জুটে আলাভোলা
ফুটো আধুলিতে দেখা নাচের মুদ্রায় শেখা
ফুরোলে নিজের কথা নকলের আঁকিবুঁকি!
সুঁইসুতো খেলা বেলা অবহেলা শেষে;
পরাজয় মেনে নেয়া অসহায় ক্ষণে
- অনেক কথার তলে বিলাপের অনুভব!