<=◑◑◑◑◑✪✪◑◑◑◑◑=>
প্রিয় মানুষেরা চলে গেছে যারা-
হারিয়েছে দিনেদিনে জাগতিক অনুভবে
মায়ার ছায়ায় বসে ভুলে গেছি কান্না!
স্মৃতির ভাসান ওরা প্রীতির স্মরণ নেই
তাদের কথা ভেবেই লিখছি চরণ এই;
আনাচেকানাচে আজো হৃদয়ের কোণে
প্রেমের মিনার যেনো কথার ফুলেল মালা
পুঁটুলি পাকিয়ে রাখা সরল বেদনা!
আমারও সাধ জাগে তাঁদের মতন হতে
যাবার বেলায় জানি;কেমন বলতে পারি
প্রজন্মের খবর হয়ে মরে যাবো কবে?
-এমনই হবো নাকি জ্বলজ্বলে তারা!
পুরনো দেয়াল খসা দেখি রোজকার-
নোনাধরা পাঁচিলের প্রাণহীন পলেস্তারা
অচেনা ক্যাকটাসে ফোটা নীল মঞ্জুরী!
দিনের আলোর পরে রাতের স্বপ্ন বুনন
কুড়ানো ঝিনুক ভূতি চকচকে নুড়ি;
কাঁদতে ভুলেছি বলে বাঁধতে গল্প ছবি
এঁকে তাই লিখে যাই জীবনের মানে
দলকানা মেঘ হয়ে বিবাগী উড়াল!
একচোখে রোদজল ভেজাপোড়া আঁচে
দেখেনা দুনিয়া জোড়া;হামবড়া লোকে
যাপিত আবেশ ভরা অন্যচোখ দিশাহারা!
-তাদেরই কাছে যাবো,যাওয়াটা দরকার।
<=[[[[[[[[[[[[[[[[[[||©||]]]]]]]]]]]]]]]]=>