-=∞∞∞∞∞✪◑[[|||]]◑✪∞∞∞∞∞=-
গৈরিক আলোয় দেখা;সুশানে'র মুখ
দীপিত নতুন নাম,দিতে চেয়ে পারিনি!
তার নাম রেখে দিই আমার নিজের নামে
সাঁঝের মায়ার মতো শোভিত পরাণ
-আভাসে জাগিয়ে তুলি কুমুদিনী নেশা!
আলেয়ারআলো পাড়ি দিয়ে দেখি
প্রেমালাপী সরোজের গাঢ় নীল ঘ্রাণ!
অবিচল চাঁদ হয়ে ভেসে ওঠা সুখ।
অভিমান ছুঁড়ে ফেলি;জোছনা মলিন ক্ষণে
সময়ের বিহঙ্গ পাখায় হাত রাখি পুনরায়!
ঘন বন ঝাউবীথি পিছে ফেলে হাঁটি;
মরীচিকা বালিয়াড়ি অবাধ পেরিয়ে তবে
-অশ্বখুরের অঙ্কিত দাগে পথ খুঁজে পাই!
এখানেই ঠিক এই;কোমল আলোর তলে
রূপালি শপথপাঠ,নবমীর রাতে!
রেখেছি সোনায় মুড়ে হৃদয়ী হিরণ বনে।
চটুল ঢেউ'র কাছে; হাঁটুগেড়ে বসে পড়ি
কালোবালি ধুয়ে দেয়া,জল নেমে গেলে!
বিপরীত বিধুছায়া ডুবখেলা করে
চিকচিকে তটরেখা আধভেজা প্রিয়
-তাহার পায়ের ছাপ খুব চেনা ছবি!
বালির শরীরজুড়ে প্রীত জলকণা
সশরীর অনুপম;দাঁড়ালে সাগর কোলে!
বাতাসের দেহ ছুঁয়ে,নবরূপে প্রেম গড়ি।
-<===∞<<<>©<>>>∞===>-