. ◑◑◑__◑◑◑ .
খুশির মিতা হাসি'র সাথে;থাকতে পারার সুখে
অন্যরকম আবেশ নিয়ে বিভোর কয়েকদিন!
হতে পারে সফল সাধন
বিফল মোছা সত্য বাঁধন
লবনজলের দুঃখগুলো অল্প জানা হলে
নতুনভাবে অতীতকথা শুনতে চাওয়া
বুকের কাছের প্রবাহিত মিঠাপানির রোদন!
গাঁথতে এবার শুদ্ধ বাঁধা
সহজ সরল সাধ্য সাধা
জোয়ার এলে ভাসতে থাকা কলমীলতার দোল
জানবো তাতেই সার্থকতা ভীষণ পাওয়া
-ভাবনা আঁকা সরস মায়া তিনমোহনার মুখে।
শব্দবহুল রাতের কাছে;ফিরবো আবার জানি
যাবার আগের আবিলতা,ধুয়ে নিতে হবে
সত্যিকারের স্বপনচারি
হাজার রঙা স্রোতের সারি
ময়লা মলিন হৃদয়েরে;কুসুমগরম সিনান
শিরীষপাতা ঘুমিয়ে গেলে,জমলে নিশীথ গাঢ়
নিঁদহারা মন কেঁদে উঠে ঝিনুক নদীর তীরে
কলম কাগজ ছুটি দিয়ে
মনের পরশ তুলি নিয়ে
চোখের সাথে জাগতে থাকে শামুকস্মৃতির দল
আপন প্রীতি পরের ভীতি,সব ভুলানোর গান!
-প্রাণের ভেতর রাখা ছবি,ঘ্রাণের মতন টানি।
--===<<>©<>>===--