-=<<>]]<>>=-
আগুন নিয়ে খেলা অনেক কঠিন সে
ভাঁজে ভাঁজে কঠোরতা নিরানন্দ থাকে!
স্ফুরিত ক্ষণপ্রভায় হারিয়ে দিগ্বিদিক
মলিন আভার ছবি বিবর্ণতা আঁকে।
ছাইয়ের গাদায় মুখ লুকানো শেষে
বিরস ভাবের খেলা গুপ্ত সুখের শরণ
নীরস বিভোর মজে দুঃখ অনায়াসে
- প্রেমে মোহে দোহে মরো তবে!
দেখবে অসুখ পালিয়েছে ঠিক;
সতেজতায় দোদুল চারিদিক।
তুমুল উদ্দীপনার সুপ্ত বিসরন!
অবোধ আগুন হায়!পুড়তে পেরেই হাসে ||
কালের দ্রুতি সচল নিত্য হামাগুড়ি
থমকে থাকে কোথায় স্থবিরতা কবে!
রুচি তাই বদলায় শুধু তাড়াতাড়ি
ভুল কোরোনা বাড়িয়ে দাও গতি
নইলে কিন্তু পৌঁঁছতে হবে দেরী।
শরীর শারীর স্বীয়,যত্ন করো অতি
নষ্ট করো বাসনা আর লোভ;
বেভুল মনে পরিয়ো না বেড়ী ||
না হয় আগুন বেশি পুড়বে শুধুই মানো
দ্বিগুণ দাহে বাড়বে দেখে নিয়ো আরো
অশান্তিময় চতুর্গুণের ক্ষোভ।
মজার বিষয় শুনো, আপনারে জানো!
ভেতরে আগুন পুষে তপ্ত লোভে মারো
-হৃদয়টাতে বিচ্ছুরণ আনো;
সবকিছুকেই লাগবে ভালো
আঁধার নিকষ,অসুন্দর আর কালো ||
-<<>♦♦=|||||=♦♦<>>-