-||♥||[][]=|||||||||||||||||||||||||=[][][]||♥||-

বেলাভূমি কেঁপেছিল জোয়ারের কালে,
ঢেউয়ের ফেনা খুব ভেসেছিল সাদা
       নুন মেশা জল শুধু উঠেছিল ফুলে
চখাচখি মেতেছিল খেয়ালের তালে।
বালিয়াড়ি ঢেকে দেয়া থকথক কাদা
     - জলের নূপুরধ্বনি বাজিয়েছে কূলে |

অধীর বিকেল এলো ভাটি টান ধরে,
গাংচিল ডেকে গেছে ফেরার সময়;
    মরালী উঠেছে কেঁদে খসেছে পালক
তখনো লালিমা ছিলো দিগন্তের পরে।
অভয় দেয়নি কেউ ভয়হীন ভয়!
     - অলকমেঘের ছায়া ঢেকেছে পলক |

বালিহাঁস উড়েছিল চাঁদ জাগা সাঁঝে,
ফোঁটার আভাস বিন্দু লেগেছিল পায়ে;
      জলজ গন্ধ মাখা ভেজা ঠোঁট ফুটে!
বেজেছে আদুরী শিস আবছায়া মাঝে।
মোহনা বাহিত ঘ্রাণ বাতাসের গায়ে
  - মিশেছে আঁধার বেশে খোলা করপুটে |

অনুভূত সবকিছু ছুঁয়েছে শীকর,
বেলাভূমি সেজেছিল রূপালি বরণ;
      আবরণ খুলেছিল জোছনার কণা!
মনেধরা আর কিছু ভুলেছে শিকড়।
মরমের বাধ ভেঙে মায়াবী শরণ
       - আভরণহীন ক্ষণ করেছে উন্মনা ||

   -♦-Π___]]____Π-♦-