-♦----------<+><
><+>--------♦-
কতদিন পর দেখা ! রামধনু এইবেলা;
ভাবিনি এমনতর পুনরায় হবে,
ডাহুকী নেচেছে শুধু আগের মতন!
- মাছরাঙা উড়ে গেছে সুবর্ণ শরীরে;
আকাশের ভাঁজে ফের, সাতরঙা খেলা!
বাতাসে কোথায় সেই! বকুল বইচি ঘ্রাণ
অনেককিছুই নেই; সুখাবহ স্মৃতিময়!
রামধনু শুধুশুধু অরূপ এসেছে ফিরে।
সজনেডাঁটার গাছ, মরে গেছে কবে?
- কেউ বুঝি এতটুকু করেনি যতন |
দখিন বাতাস বহা; ঝিরঝির দোলা
ভাসান জলের ছোঁয়া, প্রিয় অনুভবে।
কলমি লতার মতো ভাসাভাসা প্রাণ!
ডুবসাঁতারের দিন আসে মনেমনে;
এইখানে কেটেছিল, শীত - বরষা - ভাদর
হলুদ কুমড়ো ফুলে সাজানো সময়!
কতবার চোখেমুখে পরাগ সোহাগ মেখে
প্রজাপতি পাখনাতে, পরশা আদর!
বেভুল চপলমতি; আনমনা ক্ষণে!
সোনালু গাছের তলে, বসেছি শীতল |
এমনি মেঘলা দিনে ভেজা রোদ দেখে
মনোময় ভেসে - ভেসে, গেছি কতদূরে!
আকাশটা হেসে দিতো অনায়াসে কতদিন
শাপলা পুকুরপাড় আজ, বিরহ মৃন্ময়!
- সেজেছি নিজের মতো উন্মনা উতল!
বয়সী বিকালবেলা, রোদবৃষ্টি ঝড় ছাড়া,
জারুল গাছতলায় মিষ্টি ছায়াহীন;
একেলা দাঁড়িয়ে আছি সঙিন তন্ময়!
মায়াবী রঙিন স্মৃতি, দিয়ে যায় তাড়া!
আবেশিত মনোভবে কিছুক্ষণ কায়াহীন ||
-<<>====<>>-