- আশাতীত আশার গীত -
<>>=<<>
★ আশা -
চলো আরো পথ হাঁটি;আলোকিত পৃথিবীর
বেশ হবে ভেবে দেখো,সব পথ একমুখী!
এবার আমাকে গড়ো তোমার মনন দিয়ে;
হাতখানি ধরে রেখো আশালতা হয়ে
- তোমাকে ভীষণতর করে দেবো সুখী।
অনেক যতন করে নিজেরে বিলিয়ে;
ফোটাবো নতুন ফুল সুবাসিত মধু ঘ্রাণ
অধীর দিনের শেষে পেয়ে যাবো তীর।
সাগর পর্বত মরু ক্ষয়ে যাক বয়ে!
এসো তবে গান গেয়ে নবেতর প্রাণ ||
<<>==<>>
★ আশাবাদ -
অনেক কথার শেষে;একদিন অবশেষে!
ঠিকঠিক দেখে নিয়ো কাটবে বিষাদ ক্ষণ
মুখভার করে থাকা, কালোচিত অসময়
আবার সজীব হয়ে উঠবে মুখর হেসে।
বিভাজন ভুলে গিয়ে; অবিবাদ আয়োজন
তোমার মানুষরূপী অনুভব আচরণে
- পাথরচাপা ব্যথার সমাপন আশাবাদ।
আমাকেও সাথী করো নিশ্চিত নিশ্চয়!
আমরা বিজয়ী হবো আপামর বিচরণে;
- সহৃদয় মনোভাবে মনোভূমি চাষাবাদ ||
<<>==<>>
★ আশাহত -
কতোকার কারাগার শিকল বাধা বিকল
একাহারী অনাহারী জীবনের দিনমালা
চারদিক ডুবে থাকা অনাচারী আয়োজন
আশাহত দিনগত বয়ে গেছে কতকাল
অবিরত পিপাসার নিয়ত বিরতিহীন
বিক্ষত আক্ষেপকারী বিক্ষোভ বিফল
অক্ষত লুটেরা দল লুণ্ঠিত কুণ্ঠিত জ্বালা!
একপেশে কেউকেউ মেটাচ্ছেন প্রয়োজন
এবার সমাপ্তি হোক অশান্তির করতাল
অপেক্ষা উপেক্ষা ছেড়ে প্রশান্তির দিন ||
<<>==<>>
★ আশার আলো -
আঁধারের গলিপথে;কেটেছে অনেককাল!
তোমার শক্ত দুহাত কোমল বাড়িয়ে দাও
বন্ধু তোমাকেই চাই,কঠিন সময়কাল!
মেঘলা ধূসর সাজে দীনহীন বেশবাস
উতলা ভীরু হৃদয় সাহসিক ছুঁয়ে যাও
ভাসুক শঙ্কার ঢেউ সঙিন সংস্কৃতি।
মানুষিক প্রীতি ভরে সুশান্ত মানুষ রই;
ফাগুন রঙিন করি মানবিক চারপাশ।
এবার মিলিত বোধে আসুক দুর্বার গতি!
- নতুন আলোক মেখে নবীন মানুষ হই ||
<<>==<>>
★ আশাতীত -
প্রাণিত সুজন হও; মানুষিয়া সুহৃদয়
বৈশ্বিক সীমানা ছাড়ো,শুধুই মানুষসুলভ!
ভূমিজ ভূতির গর্ব ধূলায় মিশিয়ে দাও।
নিজেরে প্রমাণ করো;শুদ্ধ উদার স্বভাব,
তোমাকে পরিয়ে দেবো বীরোচিত জয়মালা।
মানস সুন্দর গড়ো মোহনিয়া সুসময়,
দেহজ রূপজ দ্যুতি;ক্ষণিক দীপ্তি পেলব!
প্রাণের সারথি হয়ে মানবিক গীত গাও।
মান রাখো হুশ সাথে,আশাতীত কুস্বভাব!
- তুমিই সাহসী বীর;খচিত বরণডালা ||
<<>==<>>
★ আশাজাগানিয়া -
আরোপিত নিয়মের ভুলভাল রীতিনীতি
ক্ষয়ক্ষতি ধুয়ে মুছে বিমল পৃথিবীরূপ
আমরাই গড়ে নেবো;তৃপ্ত সজীব সরস
আশাজাগানিয়া ওহে,মুকুলিত সুবাসিত।
আমার তোমার মাঝে অযাচিত ব্যবধান!
নিহিত মানুষরূপে মনুষ্যের সংস্কৃতি!
লাভক্ষতি মোহমদে ক্ষয়িষ্ণু বিরূপ;
তোমার মুরতি হোক সহিষ্ণু পরশ,
মন রাঙানিয়া ভাষা;বিভাসিত সুভাষিত।
- এই হোক সবাকার অবারিত অবদান ||
<<>==<>>