- মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই,
সকল কবি, লেখক ও পাঠকবর্গ কে।
♦একটি দুঃসহ দৃশ্যত বাস্তব ♦
---------------------------------


স্বাধীনতাযুদ্ধ শেষ হলে, আমরা ফিরেছি পুনঃ
বাবার উৎকণ্ঠা যতো - মায়ের সাহস বেশি
রেজিমেন্ট ফেরত মেজর; ছোটচাচা একসাথে
     রাজধানীর প্রবেশমুখ এমন দেখিনি আগে
খুব মনে আছে, খালপাড় আলপথ ছিলো
     এখানে খেলার সাথী পেয়েছি বন্ধু কতো
কোথায় তাহারা সবে দেখা কার পাবো?
    গা ছমছম এখন এই, ভুতুড়ে শহরচিত্র
       আগে পরে দেখিনি এমন স্তব্ধ দিনদুপুর |

বায়াত্তরের পহেলা জানুয়ারি - স্মৃতিপট আঁকা;
পরিচিত কারো দেখা নেই, আমরাই ঘরমুখো!
        আমার স্কুলভবন আগেরমতই আছে;
খুব চেনা গলিপথ শুধু আবর্জনা ভরা!
মাছেরবাজার নেই আর; আঁশটে গন্ধবিহীন,
বালুমাঠের দক্ষিণদিকে দেখি ঘরদোর নেই!
একচালা দোচালার স্থলে, শুধুই ফাঁকাফাঁকা!
   আধপোড়া কাঠ, বাঁশ, মরিচাধরা টিন
      ছড়ানো ছিটানো থাকা কাঠকয়লার টুকরা |

বড়রাস্তার উত্তর পাশে, তখনকার সময় -
     এলাকার একমাত্র! দোতলা বাড়িটি এই?
দূর থেকে আহা খুব বিবর্ণ লাগছিলো,
          এগারো মাসেই যেন নষ্ট পরিত্যক্ত!  
   মায়ের চোখে তখন, দৃশ্যত দেখেছি ভয়
     আমিই প্রথম পাই, নাকে আসা গন্ধ
বাবা মা কোনোমতেই বিশ্বাস করেননি,
  মৃতদেহ পচাগলা কীভাবে আমি জানি!
      - সেইদিন আজো ভাসে দুঃখ স্মৃতিতেই |

তালাচাবি খিল নেই? ভাঙ্গা কাঠের দুয়ার!
ডজন খানেক লাশ দোতলার সব ঘরে
          রমণীরত্নের সাথে পশুসুলভ বীরত্ব
তখন বুঝিনি ক্রিয়া! জেনেছি এই পশুত্ব
    অর্ধগলিত জননীদের সকল বিকৃতদেহ
তারপর একটানা - ভীষণ জ্বরেরধাক্কা
আজো ডিসেম্বর এলে, জানুয়ারি শেষতক
    জ্বরপীড়িত হয়েই কাঁপি থরোথরো  
চোখের দেখা আমার, যুদ্ধদিনের উপহার |

          --------- ©----------