♦♦

মানসিক তাড়নার; কোনোকথা শেষ নয়!
যুগের সাক্ষী যাহারা, চলে গেছে অনেকেই।
  বলতো কি পরিমাণ; কতটুকুন দিলাম?
চপল দিনের সাথে চপলা সময় গেছে
     - বনরাজি গৃহ গুহা সমুদ্র পাহাড় ক্ষয়।
অনেক পাল্টে এখন,আমরা মানুষ নেই!
      অমানুষিক মননে হররোজ আয়োজন;
খুঁজে দ্যাখো, আমরাই নির্দয় পশু ছিলাম!
হাজার বাহানা খুঁজে, বেতাল বেসুরো নেচে
      - মিটিয়েছ বাহারিয়া কতশত প্রয়োজন |


   প্রাণান্ত চেষ্টায় আর, থামেনি রক্তক্ষরণ!
ফিরে চাও বেঁচে আছে! মানুষেরা কেউকেউ;
আলোকিত মতে পথে, বিভাসিত কত ছায়া।
        সমাহিত সমতলে! উঁচুনিচু নদীতট?  
অনেক কেটেছে বেলা অগোচর সন্তরণ!
    - বহুরূপ অশান্তির ঘোলাটে জলের ঢেউ,
কত সহজেই দ্যাখো ভুলেছ সকল মায়া।
     ফিরে আর আসবেনা! সুশান্ত মানুষরূপ;
এই কথা ঠিক নয়! এবার ছাড়ো কপট
      - মানহীন নামমাত্র মানু বিস্মৃত বিরূপ  |


ভেবে নাও, কেন হবে মানুষের অনুসারী
       মরে গিয়ে বেঁচে রবে; মনুষ্য স্বরূপে।
অনাচারী কদাচার বেহুঁশ পশুর ভবে!
অযথাই আহাজারি; ক্ষণকাল ক্ষণিকতা
      মিছে কেন মুছে যাবে? বিপথ দুর্ভোগে!
মানুষ ছিলেন কেউ; মানুষের ঠিক রূপে,
তাহাদের জেনে নাও, অবিচল নৈতিকতা।
মানুষেরা এসেছিলো কালেকালে যুগে যুগে
- নবরূপে আমাদের জীবনের কথা হবে;
     আমি তুমি আমরাও মানুষ হতেই পারি ||

         -----=[][][]©[][][]=-----