♥♥
কখনো হয়নি দেখা; বলেনি মধুর কথা!
দুচোখে অদেখা রূপ, মুগ্ধ প্রেমের স্বরূপ
দূরবাসী দু হৃদয়ে! ভাগাভাগি শত ব্যথা
মায়াবতী মনোহরা ধরেছে শুদ্ধ অরূপ।
ভাবেনি কেমনধারা, প্রেমময় পাঠ শেখা
গোপন আপনজন মরমে মাখিবে সুখ!
আকুলিত প্রাণহরা লুকায়িত ভাগ্যলেখা
- বিভাসিত মনকাড়া; একরঙা চাঁদমুখ |
যেদিন প্রথমবার; হেসেছিল মনমাঝি
যেমন মেলেছে পাখা সমীরণ পরশন,
সুশোভিত মমতার বরণডালা সাজি;
তেমনি লহরী আজো বাকি শুধু দরশন!
তারপর কতবার শতরূপ মেলে ধরি
প্রবাহিত অনুক্ষণে সুবাসিত তনুপ্রাণ
হৃদয়ের কোণঘেঁষা হাহাকার গেছে মরি!
- অন্তরালে বেড়েছিল সযত্ন লালিত ঘ্রাণ |
কতভাবে 'অনুপমা' ঘেঁষেছে মনের কাছে;
এসেছে অনেকবার সুখেদুঃখে নিরালায়!
মিলন যাচেনি কভু! ভেবেছে সুদিন আছে
অনাগত কোনদিন পৌষালি শীতল বায়
পাশাপাশি কিছুক্ষণ শীতোষ্ণ তৃষাতুর;
একবার একদিন হতে পারে সুখময়।
নীরবে জ্বলেছে মন; পুড়েছিল ব্যথাতুর!
- মেনেছে দহনক্রিয়া দিনগোনা অসময় |
আসবে হয়তো এক সুখোষ্ণ তৃপ্তির দিন।
ভাসবে অপ্রাপ্তি শোক? সুমিষ্ট সুখ নহরে!
প্রণয়িনী জেগে রবে! হৃদয়িনী অমলিন
- গুপ্ত নিবাসিনী প্রিয়া, সুপ্ত জলের শহরে ||
=======©======