**

প্রাণেমারার উৎসব -
           পাষাণভার নিঠুর স্বরূপ!
যতরকম দেখাও; অমানবিক অমানুষিক!
      সইতে পারবে সব?
      মানুষ, শব পাল্টে বিরূপ!
ঘাতপ্রতিঘাত নয়; প্রতিদানরূপ ততোধিক |

**

শান্তিনাশী সর্বনাশা -
           বিবাদপ্রিয় বিষাদময়!
স্বপ্ন শুভ হন্তারক; অন্ধকারের অসুরতুল্য?
      সর্বনাশী খুন ঠাসা -
      কলহপ্রিয় তমসাময়!
প্রাণঘাতী নিপীড়ক; পশুদলের কীসের মূল্য |

**

তোমরা কী পশু তবে -
           দন্ত, নখরা দংশনকারী?
নৃশংস বিষল থাবা; অনাচারী উল্লাসধ্বনি
      কোন পাপী অনুভবে -
      জন্তু, শূকর শরীরধারী!
কীসব প্রশংসা চাও; কপট পাপাচারী বন্ধনী |

**

রক্তপিপাসা থামাও -
           এবার মানবধর্মে দীক্ষা।
আয়নায় দ্যাখো চেয়ে, অপরাধ গুরুতর বেশ!
       নিরেট পুণ্যি কামাও -
       কর্মের বর্মে, অর্জিত শিক্ষা!
প্রতিবিম্ব পেয়ে যাবে; রক্তাক্ত আর্তনাদ আবেশ |

**

দোহাই দুষ্ট পাতক -
            সর্বদেশীয় সর্বদলীয়
তোমাদের সব চোখ; জন্মান্ধ যন্ত্রণাবোধ হোক  
       ভ্রষ্টতা পুষ্ট ঘাতক -
       শাপগ্রস্ত দূষিত জলীয়!
গলিত খসুক মুখ; রক্তবাহী রক্তপায়ী ঝোঁক |

                ♦♦=©=♦♦