* *  
♦-

     আকাশমুখী কোঠায়; থাকাখাওয়ার ঘর
- অসুখী পরাণ হেথা; বিরহবিধুর!
সামনে পাহাড়চূড়া পিছনদিকে সাগর;
   মেঘেরা খানিকদূরে চিত্রিত মধুর!
অনেকদূরের বনে - সুবাসবাহী আগর
         হাতের কাছের ক্ষণে, দৃশ্যত সুদূর |

♦-

     ডাইনে বাঁয়ে তাকাই; একমুখী দিনরাত
- রোদেলা দিনের মত দীপ্ত আলোকিত!
আকাশীরং মাখাই সাতরঙের মৌতাত;
- উপরনিচে একই; তৃপ্ত ঝলকিত!
মেঘের ভেলা ছুঁয়ে; ভেজাই নিজের হাত
      - গোপন ব্যথা সাজিয়ে! গুপ্ত পুলকিত |

♦-

       চলন্ত শহরছবি - অনেকরকম কৃষ্টি;
আকাশছোঁয়া স্বপন ভুলেও আসেনা!
- সঘন মেঘেরঘটা অঝোর ধারার বৃষ্টি
    শীতল বাতাস ভরে বেদন ভাসে না!
হঠাৎ মেঘেরডাকে; গগন রোদন সৃষ্টি;
     - অতল প্রণয়ডোর! বিভোর হাসে না |

♦-

  কি যেন নাই হেথায়? অনেককিছু অভাব!
বেদনভরা মনের সুপ্ত ব্যথাভার!
খুঁজলে পাবো কোথায়? তেমনতর প্রভাব!
   - বাঁধনহারা প্রাণের মুক্ত খোলা দ্বার
চপলা নয়নঠারে - দহন ভোলা স্বভাব!
         রোদনধারা বিহীন! মৃদুলা কথার |

♦-

   মেঘশীতলা বাতাসে আরামপ্রদ আবাস!
উতলা হৃদয় পুরী; শুধু পুড়ে যায়
শীততাপের আয়েসে তাপিত শ্বাসপ্রশ্বাস
   - বিষাদী বেতসলতা ঝুলে ইশারায়!
আদর বিহীন যত্নে! দিনযাপিত নিশ্বাস
     - এ কেমন বেঁচে থাকা! অবসাদ হায় |

♦-

    এইখানে ভাল্লাগেনা; একলা কাঁদা বিবাগী!
সবুজ শ্যামল চাই - লতাপাতা ঘেরা;
   হৃদয়ে বান জাগে না, ঘুমহীনতায় জাগি!
নৌকো; নদী, জলাজমি, মাটিমাখা ডেরা
সোহাগী ঢেউয়ে হবো - প্রেমপিয়াসী বৈরাগী!
        ধুলা উড়া মেঠোপথে; প্রত্যাশিত ফেরা ||

          --=<><>©<><>=--