:
---=Π||ΠΠ||Π=---
=♥=
পাহাড়চূড়ার মেঘে - জড়িয়েছিল সবেগ!
প্রবল সবল বেগে উড়ে এলো তাই
কেড়েছে বলগাহারা আলগা ধুলো আবেগ
বেড়েছে বৈকালি দেহে ধূসরিমা ছাই!
অচকিত এসেছিল দারুচিনি রঙা সাঁঝ,
হেসেছিল ভাসাভাসা লাজ আঁখিঠার!
সবুজাভ দ্বীপদেশী বাসন্তী শাড়ির ভাঁজ
- ভীষণ সুবাস যেন সুবেশী কাহার!
আলোজ্বলা নগরীতে পড়েছিল ঠাঠা বাজ;
খুব চেনা জলগন্ধ বাতাসের গায়!
বাঁধভাঙ্গা জোয়ারের ঢেউয়ানো আওয়াজ
সেইসাথে আভাসিত প্রেমময় সায় |
=♥=
বিজলির কারুকাজে - ছিঁড়েছিল মেঘমালা
কচুরিপানার ঘ্রাণে মোহিত শহর!
বরিষণ ঝরেছিল পরশন আলাভোলা;
- দখিন দেশের ঝড়ি, বাহিত বহর!
পোড়ামন ভিজেছিল আবেশিত ক্ষণকাল
পাহাড়ি মেঘের দেশে তৃষিত হৃদয়;
আনমনা বেজেছিল বিভাসিত মনঃতাল!
উতলা চপল বেশী পীড়িত নিদয় |
=♥=
এমন বৃষ্টিবাদল - ছোঁয়া লাগা ধারাজল;
বিতাড়িত করে দিক বিরহবেদনা!
আসুক নিতুই ঝড়; মেঘলা রঙা কাজল
- মাদল বাজানো খুশি আরোহ সাধনা
মুখরিত ব্যথা ঘাতে প্রতারিত দিনরাত
পরবাসী ক্ষণ পাক জলজ পরশ!
মনোহত ভরা ক্ষতে নিবারিত দিনপাত;
বনবাসী প্রাণে কিছু মনোজ হরষ |
=♥=
ঝলমলা ভোর কিবা - দুপুর রোদ্দুর দলে!
বাঁধাধরা নিয়মের সব বাধ ছেড়ে!
রাতের আঁধার ঠেলে; নিয়ন বাতির তলে
- নিগড়ের বাধাহীন নির্বিবাদ তেড়ে!
মানবহৃদয় সবে প্রেমিক হৃদয় করো।
শহুরে বিবাগী বৃষ্টি সবাকার হও!
শান্তিদূত রূপ ধরো; কোমল বিমল ঝরো
- অশান্তি ভিজিয়ে দিয়ে, অবারিত রও ||
---=ΠΠ©ΠΠ=---