♦♦
পোড়া চোখে মিশেছিল; বিবশ মড়ার ঘুম!
অবেলায় এসেছিল বিচ্যুত স্বপন!
বাকিজায় রয়ে গেলো পিপাসিত চুম;
- জাগরিত বিসরণে অচ্ছুত গোপন!
দখিন জানালা খোলা, দ্বার হীন মনোভূমি
নারকেল পাতা দোলা বেজেছিল ঝুমঝুমি |
♦♦
জঠরজ্বালার মতো - চেপেছিল নাভিমূল!
ব্যাকুলিত হয়ে থাকা লুকায়িত পরশন
কামিনীকাঞ্চন কিবা আকুল বকুল;
অজানিত অদেখার নিমীলন দরশন!
মেলেনি দৃষ্টিগোচর সুখের নয়নঠার
- মেটেনি বিবাদপ্রিয়; ভীষণ তিয়াসা
নিয়ত আঘাতকারী বেদনা কুঠার!
যামিনীরে ঢেকেছিল; ধোঁয়াশা কুয়াশা
বাতাসের গায়েগায়ে ভেসেছিল ঘ্রাণ
ছিঁড়েছে শরীরী প্রেম;এইবার বুঝি!
আবেশিত উপহারে হেসেছিল সুখী প্রাণ
নিজেরে ছাড়িয়ে শেষ পেয়েছিল খুঁজি |
♦♦
অলখে বিঁধেছে দেহে - বিষমাখা যতো শর
মনোগত ব্যথাতুর সব ক্ষতে মধু মুড়ে
দেবদারু তরুশাখা কেঁপেছিল থরথর,
বীথিকার আবছায়ে; জোছনা গেছিল পুড়ে!
সুখে নাকি মনোভারে! কেঁদেছিল চাঁদ;
বেজেছিল রাতভর নিশাজল ঝরা গান!
মন চুয়া ফোঁটা দিয়ে ভেঙ্গেছে কঠিন বাঁধ
অকালেই মরেছিল পিছুলাগা অভিমান!
তাই বুঝি চেপেছিল বুকের গুপ্ত বিবর
আবেশিত স্বপ্ন এলো সুবাসিত বেসামাল
প্রাণহর এসেছিল? আসুক সুপ্ত আবার
- সুখময় মনোহর সুখনিদ্রা ক্ষণকাল ||
..........©............