-=Π|||<<>>★<<>>|||Π=-
... হীন স্বার্থে রাতদিন বিষমাখা ঘিন!
বহুরূপ অবহার আকুলি ব্যাকুলি;
মলিন কুলীন ধনী! অসহায় দীন!
কাহার আহার কেবা কাড়েন মামুলি?
ভাইয়েভাইয়ে আহা! খুনোখুনি এই!
মুকুলিত আশালতা; ফুলফলে হুল
শতরূপে ছল ভরা - মধুকর হই!
আবেশিত একি প্রথা! ভুলের মাশুল ||
আমি তুমি আমাদের - বেভুল শৃঙ্খল!
এবার বিনাশ হোক দল উচ্ছৃঙ্খল।
আর কতো ভুলভাল? মাতাল মাদল;
ভেঙ্গে দাও বেসামাল! বেতাল আদল
উতলা অজ্ঞ আঁধার! ছাড়ো জেনেশুনে;
সেরা হও বারবার - মানুষিক গুণে ||
-=Π|||<<>>★<<>>|||Π=-