♥♥
শোনো সব প্রিয়জন; প্রেমিক প্রেমিকা যতো
হৃদয়হরা আমার প্রেয়সী কেমন?
তোমাদের প্রেম কিবা তাহারি মতন!
মধুর আপনজন স্বপনের বেশি;
সহৃদয় ভালোবাসে সবিনয়ে সযতন।
প্রিয়া মম মনোহরা; হৃদয়ের রাণী
- সুখদুঃখভয় ক্ষয়ে প্রতি লয়ে খুশি;
কানাকানি দূরে ঠেলে জানাজানি মানি
মনোভূমি বিচরিত অনুভূতি যেমন!
আমার মনেরমত; প্রেম গুণে পরিণত |
♥♥
মরমিয়া প্রেমবতী; হৃদয়া কমলকলি
প্রাণভরে সঁপিয়াছি পিরিতি বিমল;
হৃদয়ের প্রয়োজনে বহুভাব আয়োজন
- তাহারে শুঁকিয়া পাই গোলাপ বকুল।
উপহার ভেবে তাই; ভুলে যাই বিভাজন
মনেধরা সুশোভনা প্রেমময় পরিণয়
সুশোভিত হৃদিবন আবেশিত বেয়াকুল।
আমি যেন রাজকীয় নৃপমণি পরিচয়!
তাহারি গন্ধ সুবাস বহে শুদ্ধ পরিমল;
প্রজাপতি বেশবাসে আবহে মধুপ অলি |
♥♥
অচকিতে সচকিতে; ভাসিয়ে সকল ভীতি
বারবার প্রীতিকর বাহুডোর বাঁধা গিয়ে;
অভিন্ন হৃদয়জোড়া, ভুলে গেছে হাহাকার।
আমাদের খুশিখুশি তাই বেশিপরিমাণ!
একমনা দুই দেহে পাশাপাশি বসবাস;
একজনা ব্যথাতুর ভাগী সমপরিমাণ!
দুজনা হয়েছি ভোগী মিলন বিরহ আশ।
পথচলা দোলাচলে; ভুল প্রতিদিনকার!
একবার না হারিয়ে শতবার ফিরে পেয়ে;
বারবার ছাড়িয়েছি, নিজের একার ভূতি ||
♦♦