♦♦


আলোকের ঠিক নীচে; লুকানো আঁধার কিছু!
   - ধাবিত সময়ভরে অভাবিত অসময়;
    আগুয়ানে বিভাজন পলায়ন হামাগুড়ি
    চলতি পথের মাঝে অসমান উঁচুনিচু;
    যাচিত আপনজন অযাচিত মর্মমূলে!  
     আচরিত ভাবনায় বিরচিত অবক্ষয়;
    অযথা বৃথাই জুড়ি নাটাই বিহীন ঘুড়ি।
   অবিরত হেলাফেলা অবিতথ বেসামাল,
    আনমনে বিরাজিত অবসাদ হাহাকার!  
   রচিত স্বপন দোলে খচিত গোপন ভুলে
  অভিগত আলাভোলা অভিঘাত ভুলভাল
    বহুধার দুঃখাবহে অসুখের সমাহার ||


খেয়ালি হেঁয়ালে আহা! মাড়িয়ে মনেরজোর;
   শতশত অনাহুতে সহমত কেন এতো!
   মনেধরা চেতনায় ঘুণধরা দ্যোতনায়;
  ব্যবধানী অবদানে মেলে রাখি ঘরদোর
  - অগণিত হতাহতে নিয়ত ক্ষতবিক্ষত।
   খানদানি রও মনে; অভাজন তুমি নও
   অসহায় সায় নেড়ে প্রাণভরা যাতনায়,
   বেশুমার ভুলভাবে মিশানো কষ্ট গড়াই
   মিছেমিছি ভয় ক্ষয়ে নিরানন্দ অভিনয়!
   সাবধানী আয়োজনে বারবার জয়ী হও;
  আর কতো এইভাবে? বিষানো নষ্ট লড়াই!
    এবার নতুনভাবে, বাঁচন আনন্দময় ||

♦♦