---♦♦♦♪♪♪♪♦♦♦---
ওগো প্রিয়া মনোগত - প্রেমময় মনোময়
মিছেমিছি মনোব্যথা; পাবে আর কতো!
কাঁদে কলঙ্কিনী সাথে, নীল আসমান
স্মৃতিময় করো এই সুনিপুণ ক্ষত!
- চিরতরে দূর হোক; সন্দেহ সংশয়
বাহিত বহিত সব, বেদনার অবসান ||
হৃদয়ের কোণঘেঁষা স্বপ্নিল অধরা;
তোমার সতীন আজ অগ্নিমূর্তি হবে!
তুমি কিন্তু ঘুমিয়ো না, উতলা উদাসী
রাতজাগা নিদহরা প্রেমবতী মনোহরা
অপরূপা লাল চাঁদ পাবে আর কবে
শোভাময়ী বধূসাজে বিধু রূপবতী
বেনারসি পরা লাজে, কাঁদবে খানিক
আমিও রইবো জেগে দূরতম পরবাসী;
সুদূরিকা মুখচ্ছবি দেখতে ক্ষণিক!
জেনো শুধু ভালোবাসি, তোমারেই অতি ||
আজ তবে ভুলে যাও - সকল অতীতস্মৃতি!
শিকেয়তোলা রাখো হাহাকার অবসাদ!
প্রেমের কবিতাচয়ন, মিলন বিরহ গান
মনেরগহন জুড়ে বাঁধিয়া নতুন প্রীতি -
চোখভরে দেখে নাও অপরূপা চাঁদরাত।
সাক্ষী রেখে দিয়ো! এই রক্তবর্ণ সাজ
- কেটে যাবে মনোভার বিবর্ণ বিষাদ!
আমাদের ভালোবাসা ভুলবেই ব্যবধান;
মনেমনে ভেবে নিয়ো ছুঁয়ে থাকা দুই হাত
দেখবে আমারি তুমি, অন্তরে বিরাজ ||
অনুভবে খুঁজে পাবে ; শপথের কথামালা
- অদেখা থাকুক কিছু রুপোলী কিরণ;
অভিভূত সুখময় অরূপা গ্রহণকাল!
আজ থেকে নবরূপে করিয়ো স্মরণ।
যুগান্তর পরে ঠিক; হবো আনমনা
রুপোর থালায় পুনঃ সরোজ আবীরখেলা;
হাসিখুশি ভরে হয়ো সুখী প্রতিদিনকার,
নিশীথনিবিড় বায়ু; আঁধারের প্রতি কণা
- এইদিন ফিরে যদি আসবে আবার!
এমনি যুগল রবো; প্রেমময় বেসামাল ||
♦♦♦♪♪♪♪♦♦♦