♦♦


অবস্থিত প্রতি ইঞ্চি - অগণিত ধূলিকণা!
পৃথিবীর ভূমিভাগ আলোবাতাস সকল;
    বল দেখি এইসব ভূমিতল কার?
বিস্তৃত ধরণীতলে জোলো জয়পরাজয়!
  আসলেই এতসব খুব কিনা দরকারি?
নামমাত্র খোঁজাখুঁজি; জন্মগত আদি অন্ত!
  উঁচুনিচু সমতলে পাহাড় নদীর কূলে;
জাতপাত বিভাজন ভুল আয়োজনকারী।

  জন্মস্থল জন্মসূত্র গোত্রীয় পরিমাপক!
   সবখানে দখলিত অভয়দাতা সভয়;
    ভোগের বিলাসপ্রিয় বিসরিত ছলে
- ভূমিস্থিত ভূমিস্বত্বে কম্পিত দিগন্ত!
বিভেদক প্রভেদক এই সীমানাজ্ঞাপক;
   ভীষণ নিঠুর যুদ্ধ অবসান দরকার।
মিথ্যের বেসাতি ঠেলে সমাসীন সত্যবল;
অবাঞ্ছিত হোক সব, পাশবিক জালবোনা |

♦♦

সভ্যতা অসভ্যতার - মিশ্রিত চাষআবাদ!
বিনষ্ট প্রভাবে কেন সজ্জিত সবুজ ধরা;
  অহোরাত্র হানাহানি লুণ্ঠিত মানসম্মান
   কেন এত হাহাকার ক্ষণস্থায়ী ক্ষণচর
   দখলিস্বত্বের দাবী! চূড়ান্ত দখলদার
  মালিকানা পেতে চেয়ে, মরা আধমরা!
  কতকিছু সুশোভিত বিধাতার অবদান
নিরাকার ভুলে কেন! অন্য সঙ্গ সহচর?
  
    মিছেমিছি ভাগাভাগি - তুচ্ছ জমিনের!
   শোণিতরঞ্জিত কেন! ব্যাপৃত উন্মুক্তদ্বার,
   মানবিক মানুষিক থাক; বৈশ্বিক আবাস
   চাইনা সংগ্রাম ধন্ধ! চিরতরে হোক বন্ধ,
  বিক্ষুব্ধচিত্ত ক্ষোভিত; অশোভিত ইতিহাস!
   আস্তিক নাস্তিক সাধু! ইহুদি বা মুমিনের
   - আমাদের তোমাদের তাহাদের দ্বন্দ্ব;
     রক্তক্ষয়ী সংঘর্ষের উৎকণ্ঠিত বিবাদ ||