♦♦

আবেগী প্রবলবেগে; দিবানিশি ঝড়োমেঘ
নানা ভুলে যাপনীয়, পিছুলাগা ভীমরতি
   ভাবনায় চেপে বসে জলভাঙা ঢেউ,
  - আহামরি সুখলতা দোলায় স্বভাব!
   ফোটবার আগে টুটে হৃদয়ের আশা;
অসহায় বাসনায় ছুটে মরে কেউকেউ!
   মায়াময় সাধনায় লাগে মায়াঘোর
  - প্রভাবিত ভুলভাল বাড়ায় অভাব!
  মনোহত প্রেমপ্রীতি দিনগত অবহার;
বিচ্ছিরি স্বপন ছোঁয় সবুজাভ নবদ্বীপ
    স্থলজ আবাদ তাই অলস মন্থর!
     ঢুলুঢুলু ঘুমঘুম অহর্নিশ ভোর |
  নিলাজ কামনা চড়ে বেভুল দ্বৈরথে
গড়াগড়ি শতরূপে বাড়াবাড়ি মনোভার
কতোকার বেড়াজালে; নিরাশায় ভাসা
  বেশুমার অবসাদে নেভানো প্রদীপ
- জলজ শ্যাওলা যেন দুর্বল অন্তর!
  জলধারা জলহারা ছল ঘেরা পথে
আবেশিত অবহেলা! ঘুরে ইতিউতি
আভাসিত হেঁটে যায় বিরূপ সবেগ ||

    ♠♠