__♦♦__
           <♦><>♦<><♦>


কোথাকার জলস্রোত; কোথায় গড়ায় শেষ?
  কজন জানে খবর অসহায় ক্ষুধিতের!
- নিয়তির বাঁধাধরা নিঠুর নিয়তাচার;
    ক্রমাগত বেড়ে চলে নীরব কাঁপন!
গোঁগোঁ করে চুপসায় সরব কতো জীবন
  প্রথাগত কথকতা; ব্যথাতুর হাহাকার
ধূসর প্রাপ্তির যোগ, কেমন ভাগ্যের ফের!
  নিরাকার দিয়ে যান উপহার অবদান;
- মূলস্রোত ভুল বাঁকে ক্ষয়িত গোপন!
    কতোকার অবহেলা ভরতি ভুবন;
ঘোরতর খোঁজাখুঁজি; উপোষিত হয়রান
আপোষিত খালিপেটে! বাহিত আবেশ |


এইসব জীবনের; কিবা সমানাধিকার?
   কেমনতর যাপন! ক্ষয়ে ভয়ে জয়;
ক্ষুধাতুর তৃষাতুর, কতশত রোগশোক!
   - অভাবিত বেদনার স্বকীয় স্বরূপ;
   বিসরিত বিচরণে গলিত লবনজল!
চেনাজানা ভিড়ে বাঁচে; ভুখা শুখা লোক
অসন্তোষ প্রকাশের, মৃতপ্রায় ভাষাজ্ঞান
- অযাচিত বহুরূপ অশান্তির দাবানল!
  সান্ত্বনার ছলেবলে; ভিখারিবিদায় হয়
  অনাহার আধপেটা, উপাহার অপরূপ
  অজ্ঞানে সজ্ঞানে ভরা কল্যাণী বিজ্ঞান
   অসীম নিঃসীম মাঝে, বাঁচন অসার ||

             __♦♦♦♦__