রিলিফের আয়োজন - দরিয়ানগর বাঁকে;
নিয়তির পথচলা! নিয়ত জটলা ঠেলে
অনেকের সাথে চলে 'করিমন' বিবি
বয়স কতই আর? চোখভরা হাহাকার
জুটবে ক্ষুধার অন্ন! নিলাজ দাঁড়িয়ে থাকে
মিটবে উদর জ্বালা! পেটভরা সুখ?
জানা নেই জন্মসাল; চেনা মনোভার
আহা রে আশ্রয়হীন! তোলা হয় ছবি
লিখিত রাখেনি কেউ, দিনক্ষণ কবেকার!
শুধুমাত্র মনেআসা,একটাই ভাসা স্মৃতি
কিশোরীর খেলাবেলা আনন্দের দিনে
- বসতে যে হয়েছিলো বিয়ের পিঁড়িতে;
তারপর থেকে হলো ঘোর সংসারী!
নদীতট খাঁড়ি বেয়ে - বহু পথ হলো পাড়ি
- জীবন যেথা যেমন গড়ে নেয়া প্রীতি
সাগর নদীর পাড়ে; জলময় ভয় ক্ষয়
স্মৃতিপট আড়ি দেয়া! ভাঙ্গা ঘরবাড়ি
বহুরপ প্রতিকূল টেনে নেয় চিনে!
কারা জানি ক্ষুধাতুর? সবকিছু খায় গিলে!
বানভাসি অসহায়; স্থায়ী রয় পরিচয়।
ঘরভরা কোলজোড়া! কচিকাঁচা মুখ;
করিমন; নছিমন, শেফালি দীপালি মিলে
লোকমুখে চায় ভুখে! প্রচারণা সবি!
রিলিফের দিন আসে; কত রূপ প্রচারিতে
- অভাবিত অভাবের শতরূপ ডানা মেলে
উচ্ছল উচ্ছ্বাস খুশি জড়িয়ে যায় পাঁকে ||