===♦♦♦===

আমি কাঁদি করুণ কঠোর; মনেপ্রাণে চাই
তুমি বন্ধু দারুণ নিঠুর! দূরে থাকো শুধু
     পরাণখানি পুড়িয়ে যাও - তুষেরআগুনে!
রসিক ভাবো আবার; কাঁদাও বিনা কারণে
    কিবা নিপুণ কৌশলে বিষমাখানো মন্তরে,
বিরহানল জ্বালিয়ে রাখো - রঙিন ফাগুনে
সইতে পারি বলেই দাও! এমনতর দহন!
      - তুমি তবু গেঁথে থাকো আমারি অন্তরে |


পাগলপারা হয়েই আরো; তোমার গান গাই
বদ্ধ ঘরে রুদ্ধদ্বারে! যতই রাখো আমারে
আশায় থাকি, স্বপন মাখি, নিত্য খুঁজে যাই!
    অঙ্গ ভরা রঙের ধরণ চিনতে পারিনা
ধরতে চেয়ে মরতে বসি - শুধু বারেবারে;
আসে মধুপ, ভাসে ভ্রমর, পেতে চায় মধু
      ব্যথার চোটে বিদিশা হয়; মনেরগহন!
     বৃথাই সাধন! ডানাভাঙা ভাসান উড়ালে;
মনেরমত পাইনা কভু,পাষাণ তোমারে
    গুমরে মরি দুমড়ে পড়ি; অধিক আড়ালে!
    বেদনভরা রোদনধারা বহুরূপে পাই ||