===♠♠♠===
সমাধির পাশে বৃথা - দাঁড়িয়ে রোদনধারা!
যেই মন মরে গেছে; ঘুমিয়েই থাক
অশান্তির চেয়ে ভালো; প্রশান্ত ঘুমের দেশ
এবার দুদণ্ড সুখ ঘুমঘোরে মিলে যাক!
এখানে খুঁজছ যারে নাই সে হেথায়;
তাহারে খুঁজোনা আর, করোনা ইশারা -
উদাস বাতাস হয়ে; কবেই গেছে পালিয়ে!
বরফগলা পাহাড় হয়েছে শীতল নদী;
ঘাসের শরীরে মেশা স্বচ্ছ মুক্তোদানা,
হীরা জহরত হয়ে শিশিরবিন্দুর গায়ে
- কাঁচাপাকা শস্যখেত সূর্যালোক বেয়ে
শরতের সাদা মেঘ হয়েছে আকাশে!
ঘ্রাণ গন্ধে দিশাহারা - হেমন্তের শস্যকণা
সকালের সোনা রোদে; সাগরীয় নোনাজলে!
- ভেসে আছে তার ছবি সুবাসে আভাসে
নিস্তব্ধ আঁধার ঠেলে জাগ্রত জোছনা দলে
দ্রুতগতি ধীরপদ সবখানে শেষাবধি!
শান্ত পাখির মতন কিবা ঝাপটানো ডানা;
আলোকিত দিনভর চকমকে রাতে -
নরম গরম ক্ষণে আজো ঠিক অবিচল
মায়াময় মায়াজাল ভুলেছে বেভুলে!
যদিওবা প্রাণহীন ভাবিয়ো অম্লান;
মরেনি স্বপন যতো - হৃদয়ের ক্ষত ঘায়!
ভুলেও কেঁদোনা তবে আর -
এবার শান্তির ঘুম বিচরণ ভূম পাক!
অপেক্ষারত থাকো; হয়োনা পাগলপারা ||
===♣♣♣===