********
_______
অন্তর দাঁড়িয়ে ছিলো; শূন্য দুহাত বাড়িয়ে
তোমার জন্য অপেক্ষা করার সময়!
দৃষ্টি পেরিয়েছে দূর; সীমানা গেছে ছাড়িয়ে
একাকী প্রহরকাল, কাটছিল কষ্টকর-
অটল ছিলাম নাকি! ভুলে থেকে ভয় ক্ষয়!
অজানার পথধরে হেঁটে গেছি ধীরেধীরে;
কোনোমতে কোনোদিন করিনি রোদন?
তোমাকে ভুলেছি আমি? নীচমনা স্বার্থপর!
কখনো একটিবার তাকাবার ছলে -
অবহেলাভরে তুমি; দেখনি পেছন ফিরে!
আমি কিন্তু ঠিকঠিক; ক্ষয়ে গেছি গলে,
পেলাম অচেনাজীবন! পথেরকাঁটা মাড়িয়ে |
উড়ছিলে প্রজাপতি! পরাণের খুব কাছে
খালি হাত; খোলা মন, স্বর ছিলো কাঁপা
- রোদেজলে পোড়া দিনে বায়বীয় গান!
সময় হয়েছে গত; সুপ্ত গহন বিবরে,
পদচিহ্ন হারিয়েছে? মুছে দিয়ে অবদান!
স্বস্তিতে শান্তিতে খোঁজা; মরেছে তব মাধুরী?
মেঘলা আকাশ ভারে; শীত বসন্ত বিষাদ -
ঝরনাধারার মত; নাকি রামধনু রূপে!
জীবনের পরিবর্ত ঘুমন্ত কোন কবরে?
কেঁদেকেটে ফোলা চোখে প্রেমের অপ্সরী!
রাতের পরে সকাল; আসেনি আলোক চেপে
অন্ধকার সাথী হলো বিরাজিত অবসাদ;
জীবন এর খেয়াল, পড়েছে দেয়ালচাপা?
'প্রেম' সে আসেনি আর জীবনের কাছে ||
★★★----★★★