=||||||♦||||==♦||||||
পথ জুড়ে শত মত ! চেনাজানা কতকিছু;
হেঁটে যাই ছুটে যাই বেখেয়ালি!
দৌড়াই থেমে যাই! জোড়াতালি পা ফেলি;
অচেনা অজানার ভিড়ে যতো সম্ভাষণ,
- সমান অসমান ভূমি পতিত উঁচুনিচু;
যতো পাই আরো চাই, হারাই স্বীয় আসন!
ডানে বাঁয়ে সামনেই; ভয়ভীতি পিছু |
সে এবং সে মিলে; বিচিত্র ভূলোক
আগুপিছু সবকিছু জেনেছে কে?
বুঝছিল শেষ কোথা খুঁজছিল পেয়ে!
আমারে তোমারে বা তাহারে;
সাদরে আদরে বাঁধা, চিনেছি কাহারে!
শিশু; যুবা, বৃদ্ধ বৃদ্ধা, নারী ও পুরুষলোক
বয়সপ্রাপ্ত সাবালক অবুঝ নাবালক-
অসার হেঁটে যাওয়া পৃথিবীর পথেঘাটে,
সবুজ বাসরীয় নীলাভ পথ বেয়ে -
বয়সী আয়েসি সব বালিকা ও বালক |
আমি ও আমরা ঘোরপ্যাঁচ পরপর;
আমাদের তোমাদের কামনাবাসনা -
সয়ে যায়; ক্ষয়ে যায়! কূল বয়ে যায়,
আচরণে বিচরণে নিঠুর অসুর!
হাহাকার হায় হায়! মেলে সায় অসহায়
প্রেরণার ডালপালা ভুলের প্রেষণা?
ভুলে যাই খুলে দিয়ে বেদনার বাতায়ন!
কার সাথে কার মিল খুঁজি -
কোথাকার ব্যথা মাখি সময়ের রঙ্গে
সে এবং সে! কার সাথে কে?
মেলেনা হিসেব তার; যত যাহা বুঝি!
বহুরূপ বেশবাস; ছাড়ি ধরি অঙ্গে
- সে এবং সে মিলে বিচিত্রিত ঘর ||
=||||||==♦|||||♦