♠==♠
♠♠====♠♠
কোনদিন কেউ আর; জানতে পারেনি শেষ!
আসলেই ছিলো নাকি! রাজশয্যা বেশ
রাজ্যপাল রাজ্যভার, বিলুপ্ত রাজসদন
কতোটুকু জানো কেবা? জীবনযাপন মানি
নিখোঁজ হয়েছে কোথা প্রিয় রাজপাট!
রাজকর চেয়ে তাই পেয়েছ রাজ সমন
একদেশে একদিন! ছিলো নাকি রাজা রাণী |
আজ কোথা সেই দেশ! বৃথা খোঁজা নিষ্কলুষ!
বেদখলি রাজ্যসীমা শূন্য তাই রাজপুরী;
প্রজাকুল হারিয়েছে শান্তির ললাট!
রাজপুত কেঁদেকেটে দিশাহারা অবশেষ
- রাজপথে রাজকন্যা ফিরে যায় ঘুরি
রাজটীকা রাজকুলে! নিরুদ্ধ কপাট?
রাজসিক রাজসভা; রাজপুরুষ জৌলুশ |
কোথায় হারিয়ে গেলো সজ্জাগৃহ?
বল কার জানা আছে! কোথাকার কেহ -
আর কোথা দেখা পাবে এমন রাজার!
রাজরানী সুখময়; যতো সব অনুলেহ?
নিজেতেই বিরাজিত! দেখো উপমা হাজার
পুরানো ঘুরানো দিন - ভুলে যাও এইবার;
রাজপাত, দিনপাত, তোমাতেই বারবার |
মুগধ ব্যাকুল বহা; রাজ্যজয়ী রেশ
রাজকবি হয়ে লেখো! বনেদি আবেশ ||
♦♦=====♦♦
♦===♦