=======♦♦♦
অভিমান জমেছিল কতদিনে জানি!
ব্যবধান এনেছিল আলোহীন অবসাদ!
নিশাজলে ঝরেছিল বেদনার বাণী
- অবদানে হেনেছিল অমলিন সব বাধ |
পলাতকা সময়ের হাতে রেখে হাত;
মাঝরাতে হুট করে চলে গেল প্রিয় চাঁদ!
বিভীষিকা বলয়ের জোছনার রাত
- শেষরাতে মট্ করে ভেঙ্গে গেল সব বাঁধ |
একাকার হয়েছিল জোয়ারের টানে;
দুখ বহা অধোমুখী, হেসেছিল বসে ঠায়!
হাহাকার বয়েছিল দোহারের গানে
- শোক সহা সূর্যমুখী কেঁদেছিল অসহায় |
অঘোষিত আয়োজন ভূষিত মরণে;
কামদানী আসনের ছিঁড়ে গেলো আবরণ!
স্বঘোষিত প্রয়োজন তৃষিত শরণে
- জামদানী বসনের কেড়ে নিলো আভরণ |
ভালবাসে মন কেবা কোথায় বিজন?
ভেবেছিল প্রাণময়! চাঁদ রবে চির সাথী!
ভুল আশে ক্ষণপ্রভা ব্যথায় সৃজন,
- হয়েছিল দিনক্ষয়, অনুভবে আরো ব্যথী |
-----------------