--[][]||||||||||||[][]--

আসতে পারো - দূরের তুমি
           মূলের কাছে;
      খানিক আরো, হৃদয় পাশে |
হাসতে পারো - ডহর চুমি;
           মনের যতো;
       ভুলের ক্ষতে, ফুলের বাসে ||

এবার আসো - বিবর নাশো
          অসম ছেড়ে;
       বিষম কেড়ে, এসেই পড়ো |
খবর রোসো - আবার হাসো
          সুসম তোড়ে;
       আসন গেড়ে, বসেই পড়ো ||

ভুলতে চেয়ে - খুলতে তবে
           আমার পাছে;
       তোমার কাছে, কথার ধাঁচে |
চলতে গিয়ে - দুলতে হবে
           বিমার আছে!
         শুমার নাচে, ব্যথার আঁচে ||

কেমন পারো - তেমন আরো;
               দেখাও দেখি!
        বিকল মেকি, বিফল শোক |
যেমন পারো - এমন আরো
                শেখাও শিখি!
         নকল সেকি! সফল হোক ||

হেঁয়াল ছাড়ো - খেয়াল করো
             জানতে পেয়ো;
         তাহার কথা, তাদের ব্যথা |
দেয়াল গড়ো - সামাল ধরো
             মানতে চেয়ো;
         কাহার গাঁথা, কাদের প্রথা ||

একটু হেসে - কোমল বেশে
             সুখেও দুখে;
       পাশেই থাকো, আপন রেখে |
অমল দিশে - বিমল রেশে
            শোকেও সখে;
       মিশেই থেকো, স্বপন মেখে ||

          --[][]|||||||||||||[][]--