==[][][]♦♦[][][]==
মনের ভেতর ভাসে! চাঁদ পোড়া এক রাত;
জোছনারা জ্বলছিল একটু বেশিই যেন!
- হাসছিল বেশ! সুবাসিত কামিনীকাঞ্চন
ডিঙ্গিখানি বাঁধা ছিলো কমল পুকুরপাড়ে;
পদ্মপাতা দুলে উঠে, কাঁপছিল ঠোঁট মেলে।
গহনে দহনকারী বেদন ছিলাম ভুলে!
শানবাঁধানো ঘাটলা ঘেঁষে চাপা নীরবতা -
মনের মুকুর রূপেরঘটায় মুখটি বাড়িয়ে;
জোনাকিরা ঘুমিয়েছে,দেয়নি মোটেই আলো
জলের কণা খুশির রাগে বলেছিল কথা!
গোলাপঝাড় ছাপিয়ে শেষে; দুষ্টু বায়ু এলো
- গন্ধ ভরা মিষ্টি সুখে আবেশ ছড়িয়ে,
মনোহরা অনুভবে দুই চোখ ছুঁয়ে গেলো!
আঁধারের বুকে ছিলো? স্বপ্নময়ী হাত ||
রঙ বিছানো আল্পনা; জারুল গাছের তলে-
মনের ভেতর বইছিল, প্রবল তুমুল ঝড়!
কাহার হাতের চুড়ি সেথা, বাজছিল তালে
সোনার নাকি রুপোর কাঁকন গেছিল খুলে?
শব্দহীন স্তব্ধতায় - মুগধ হলো সময়!
ঝরাপাতা মেখেছিল কয়েক ফোঁটা শিশির;
টগরফুলের কালোভ্রমর ভুলেছিল গান
রাতজাগা পাখিরাও হয়েছিল তাই চুপ;
শেষকালে কোন ভুলে! জেগেছিল অভিমান!
কোন বেদনায় বিঁধেছিল কঠিন ব্যথার শর;
রঙ তূলিকার আঁকা ছবি, উধাও নিমিষে!
আকুলতা ভীষণতা কোন পরাণের বিষে?
ক্ষণেক্ষণে ব্যাকুলতা - জ্বলে ওঠে দুঃখ ধূপ
সব পথে আজ কাঁটাভরা! বিষাদ অতলে ||
==\\\\♦♦\\\\==