সাগর শান্তই ছিলো! অশান্তিপূর্ণ সেদিন-
   জলদস্যুদের অতর্কিত হামলার দিন;
আতঙ্কিত নাবিকের সাথেই ছিলাম আমি!
    'গালফ অব এডেন' অ-নে-ক অনেকদূরে
     হাজার নটিক্যাল মাইল দূরত্ব প্রায়
'লাক্ষাদ্বীপ' অতিক্রমকারী জাহাজখানি
-------- হেলেদুলে চলছিল বেশ গতিময়
জোয়ারভাটার টান; চলছিল সেসময় -
ছিনতাইকারী; আক্রমণকারী এসেছিল ওরা -
              অতল জলের বুকে,
             অসহায় আর্তনাদধ্বনি!
সহজেই মিশেছিল সব; দুরন্ত চোখের পানি
লোনাজল সেথা আরো, বেশি লোনা হয়েছিল |

   'পাইরেসি মনিটরিং সেল' নিকটস্থ কর্তৃপক্ষ
'সমুদ্র পরিবহন অধিদফতর' করেছিল লক্ষ্য?
     গতিবিধি রাখছিল কেমন নজর কেউ
মালিক বা রাষ্ট্রপক্ষ জানবে কখন কবে!
           জিম্মিদের হাহাকার সেকি
           বেড়েছিল ক্রমেক্রমে -
  স্যাটেলাইট ইমেজে কেউ দেখেনি তবে?
কোথায় নিয়ে যাবে কোন দস্যুদল আস্তানায়!
- এই তবে শেষদেখা! মহাসাগরীয় ঢেউ |

কমেছিল; জাহাজের অতি দ্রুতগতি চলা,
    নিয়ন্ত্রিত ধীরগতি - দুঃখাবহ আনে  
কান্নাকাটি যত রূপ; প্রকাশিত হলো শোকে
  উদ্দেশহীন গন্তব্যপথে পৌঁছাতে কদিন!
  জিম্মিদশা কাটবে কবে অর্থকড়ি মুক্তিপণে?
এইভাবে কতদিন আরো নিঠুর অত্যাচার  'আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য' কেন নিরাপত্তাহীন!
     ---- গালফ অব এডেন নয় শুধু,
           সমস্ত সমুদ্রকোল জুড়ে
ভয়হীন যাত্রাপথ চাই নিরাপত্তা জোরদার
- কার্যকর 'অ্যান্টি টেররিস্ট সিকিউরিটি বেল্ট' সমুদ্রপথে আসুক তবে, শান্তির নির্ভীক যাত্রা।
       ভীতিপ্রদ ভীতিকর কাটুক এ মাত্রা |
        
        =====♦♦♦=======